বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib Khan: 'আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যে', পাল্টা নালিশ ঠুকতে থানায় গেলেন শাকিব, কেস নিল না পুলিশ

Shakib Khan: 'আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যে', পাল্টা নালিশ ঠুকতে থানায় গেলেন শাকিব, কেস নিল না পুলিশ

পাল্টা নালিশ ঠুকতে থানায় গেলেন শাকিব

Shakib Khan: শাকিব খান এবং রহমতের মধ্যে ফের দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। প্রযোজক রহমত শাকিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা এনেছেন। তবে বাংলাদেশি নায়ক সেটা মানতে মোটেই রাজি নন।

বাংলাদেশে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শাকিব খান। তাঁর ছবির প্রযোজক রহমত উল্লাহ তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। কিন্তু নায়ক কিছুতেই এই অভিযোগ মানতে রাজি নন। তাই তিনি উল্টে থানায় গিয়ে প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন। গুলশান থানায় তিনি অভিযোগ করতে যান।

ফরমান আলি, গুলশান থানার ওসি শাকিব মামলা করতে গেলে তাঁকে বলেন, 'আপনার ইস্যুটা বড়। যেহেতু আপনি শাকিব খান, তাই আমাকে এখন অনেকের সঙ্গে কথা বলতে হবে। উচ্চপদস্থ কারও সঙ্গে কথা না বলে আমি এই মামলা নিতে পারব না। যেহেতু এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই এখন কারও সঙ্গে কথা বলা সম্ভব নয়।' এই পুলিশ কর্তা তাঁকে আরও বলেন, 'আপনি যে অভিযোগ করতে এসেছেন সেটা থানায় নয় আদালতে করতে হবে। আমি এই মামলা নিতে পারব না। এতে যদি মনে করেন আপনি আমার নামে অভিযোগ করবেন, করতে পারেন।'

পুলিশকর্তার সঙ্গে এত কথা আলোচনার পরও অভিনেতা অভিযোগ জানাতে রাত ১২টা পর্যন্ত থানায় অপেক্ষা করেন। তাঁর সঙ্গে তাঁর আইনজীবী খায়রুল হাসানও ছিলেন। তাঁর কথা অনুয়ায়ী, 'আমাদের অভিযোগ ছিল চাঁদাবাজির দণ্ডবিধির ৩৮৫ ধারায়। এই ধারায় থানাতেই অভিযোগ করা যায়। কিন্তু উনি কেন আমাদের অভিযোগ নিলেন না সেটা জনক না। আমরা থানায় অভিযোগ করতে গেলে উনি আমাদের পরামর্শ দেন যাতে আমরা আদালতে মামলা করি।'

শাকিব একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে যে মামলা আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। তাঁর কথায়, 'এই ছবির প্রযোজক মোটেই রহমত নন। ভারটেক্স মিডিয়ার জানে আলম হলেন অপারেশন অগ্নিপথের আসল প্রযোজক। আমি এই ভুয়ো প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।' যদিও গত বৃহস্পতিবার রহমত অভিনেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন অভিনেতা নাকি ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় শ্যুটিং করার সময় সহকারী প্রযোজককে ধর্ষণ করেছেন। সেই ঘটনার পর নাকি তিনি পালিয়ে আসেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।

বন্ধ করুন
Live Score