বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib Khan: আচমকা বিপত্তি, বাংলাদেশি অভিনেতা শাকিবের বাড়িতে গভীর রাতে হামলা, কী ঘটেছিল

Shakib Khan: আচমকা বিপত্তি, বাংলাদেশি অভিনেতা শাকিবের বাড়িতে গভীর রাতে হামলা, কী ঘটেছিল

অভিনেতা শাকিবের বাড়িতে মাঝরাতে হামলা

Shakib Khan: বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। বাংলাদেশি অভিনেতা শাকিবের বাড়িতে মধ্যরাতে হামলা। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে? তদন্তে নেমেছে পুলিশ।

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান। স্ত্রী শবনম বুবলির সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে সেই চর্চা তুঙ্গে। এরই মধ্যে ঘটল অঘটন। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওপার বাংলার এই তারকা অভিনেতার বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতি হামলা করে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) গভীর রাতের ঘটনা।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ‘গতরাতে ৪-৫ জন দুর্বৃত্ত শাকিব খানের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে তারা অকেজো ও পুরনো একটি মোটর চুরির চেষ্টা করছিল। নিরাপত্তা প্রহরী টের পেয়ে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: কৃশ ৪, সিংঘম ৩ থেকে গোলমাল ৫: এই সুপারহিট বলিউড ছবির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শক

অভিনেতা শাকিব খানের ওই বাড়িতে এসি, জেনারেটরসহ অনেক মূল্যবান আসবাব রয়েছে। বাড়িটি শ্যুটিংয়ের কাজেও ব্যবহার করা হয়। অভিনেতা পূবাইলের এই বাড়ির নাম রেখেছেন ‘জান্নাত’। শ্যুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র সেখানে রয়েছে।

শাকিব খান এবং শবনম বুবলীর সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। কিছু দিন আগেই তাঁদের আড়াই বছরে ছেলে শেহজাদকে জনসমক্ষে এনেছেন বাংলাদেশের দুই তারকা। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বুবলী জানান, শাকিবের সঙ্গে তাঁর বিচ্ছেদের বিষয়টি আসলে পুরোটাই গুজব। অভিনেত্রীর কথায়, 'এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। খবরটা কোথা থেকে এল, বুঝতে পারছি না। এটি পুরোটাই মিথ্যা। আমরা যে দিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর খবর প্রকাশ করলাম, সে দিনই এ মিথ্যা খবর এল।' 

বিগত কয়েক সপ্তাহ শাকিব-বুবলি এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে চর্চায় ওপার বাংলার বিনোদন ইন্ডাস্ট্রি। কিছুদিন আগে অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও নাম জড়িয়েছিল শাকিবের। বিষয়টি গুজব বলে উড়িয়েছিলেন অভিনেতা।

বন্ধ করুন