এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তো সকলেই জানেন। বর্তমান পরিস্থিতির কারণে সেদেশের বহু অভিনেতাই এপার বাংলায় আসতে পারছেন না। এই মুহূর্তে তাঁদেরই মধ্যে একজন হলেন অপূর্ব। বাংলাদেশের নাটকে বেশ জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। তবে নাটকে চুটিয়ে অভিনয় করলেও সেদেশের ছবিতে এখনও কাজ করার সুযোগ পাননি তিনি। তবে ওপার বাংলার ছবিতে কাজ না পেলেও এপারে পেয়েছেন।
প্রতিম ডি গুপ্তার বড়দিনে মুক্তিপ্রাপ্ত ছবি ‘চালচিত্র’তে অভিনয় করে ফেলেছেন অপূর্ব। ২০ ডিসেম্বর অর্থাৎ আজই মুক্তি পেয়েছে ছবিটি। কথা ছিল, ছবি মুক্তির দিন কলকাতায় আসবেন বাংলাদেশের অপূর্ব। কিন্তু নাহ, তা আর হল কই! ভারতে আসার ভিসা পাওয়া সত্ত্বেও এদেশে আসতে পারলেন না তিনি। কিন্তু কেন ভিসা পেয়েও এদেশে আসতে পারলেন না অপূর্ব?
প্রসঙ্গত, এখনও দুই দেশের শিল্প-সংস্কৃতির অবাধ বিচরণ হলেও গত জুলাই মাসের পর থেকে ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বদলে গিয়েছে। আর একথা সকলেই জানেন। জানা যাচ্ছে, প্রায়ই নাকি নানান কারণে হুমকির মুখে পড়তে হচ্ছে সেদেশের অভিনেতাদের। জানা যাচ্ছে, এই কঠিন পরিস্থিতির কারণেই 'চালচিত্র' ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারলেন না বাংলাদেশের অপূর্ব। যদিও ছবির ট্রেলার থেকে পোস্টার, হল লিস্ট সবই নিজের ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে চলেছেন অভিনেতা।
আরও পড়ুন-'ডাকিতিয়া বাঁশি'র সুরে ঠুমকা লাগালেন, 'বহুরূপী' সাকসেস পার্টিতে ঋতুপর্ণার নাচের সঙ্গী কে?
এদিকে কিছুদিন আগেই নিজের দেশে একটা সিরিজের শ্যুটিং চলাকালীন আহত হয়েছিলেন অপূর্ব। হাসপাতালে ভর্তিও হতে হয় তাঁকে। তবে তিনি সুস্থ আছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পরই মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরীর 'পদাতিক'। তবে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেও ছবি মুক্তির সময় এদেশে আসতে পারেননি চঞ্চল। আর এবার অপূর্বও আসতে পারলেন না। আবার নতুন বছরে মুক্তি পাওয়ার কথা পরীমনি অভিনীত ছবি ‘ফেলুবক্সী’। ১৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছবিটির। যেখানে কিনা লাবণ্য হয়ে ধরা দেবেন বাংলাদেশের ‘পরী’। তবে এই ছবি মুক্তির সময়ও পরীমনি এদেশে আসতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।