বাংলাদেশের শোবিজ জগতের পরিচিত মুখ বারিশা হক। অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন বারিশা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষ লক্ষ। কিন্তু অতিরিক্ত ওজনের জন্য অনেক সময় কটাক্ষের মুখে পড়েছেন বারিশা। শারীরিক স্থূলতা থেকে বোটক্স সার্জারি নিয়ে কম বিদ্রুপ সহ্য করতে হয়নি তাঁকে।
একটা সময় স্লিম ফিগার থাকলেও একটা সময় বারিশার স্বাস্থ্য বেড়ে গেলে তা নিয়ে শুরু হয় নানা চর্চা। মুটিয়ে পাওয়ার পর ফের পুরোনো শরীর ফিরে পেতে, ফিট থাকতে চেষ্টা করেছেন বারিশা। এর জন্য বোটক্সের মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন তিনি,বলে গুঞ্জন।
সেই কটাক্ষ নিয়ে এতদিন চুপ থাকলেও ২০২৪-এর শেষদিন নিজের ফেসবুকের দেওয়ালে দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার বেশকিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী। সদ্য কলকাতায় এসেছিলেন তামান্না। সেখানে কালো খোলামেলা পোশাকে আগুন ধরান নায়িকা। তামান্নার মাখন ত্বক আর কার্ভি ফিগারের উপর থেকে নজর সরেনি কারুর। ‘আজ কি রাতে’ তাঁর শরীর যখন দুলল, দোলা লাগল লাখো পুরুষ হৃদয়ে।
তামান্নার ছবি পোস্ট করে বারিশা লেখেন, ‘তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা; যিনি আমার ও আপনাদেরও প্রিয়। বাংলাদেশের মেয়েদের ও খুব প্রিয়। সে কিন্তু জিরো ফিগার এর নয়, বরং তার শরীরের মেদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায়।’
আক্ষেপের সুরে বারিশা আরও লেখেন, ‘তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয়। সে প্রশংসা পাওয়ারই যোগ্য, তবে আমরা নই। কারণ আমরা অকর্ম, আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য; কারণ আমরা বলিউড নই, আমরা শ্যাম বাঙালি! ভালোবাসি সবাইকে।’
এই পোস্টের পরেও ট্রোলিং পিছু ছাড়েনি বারিশার। একজন লেখেন, ‘উনি তো আমার মতো শরীরের সব অঙ্গে সূঁচ ফোটাননি’। জবাবে বারিশা জানান, ‘আপু আপনি কি ওঁনার বন্ধু’। আরেকজন ট্রোল করে লেখেন, ‘আপার কি আজ কি রাতের ওই ড্রেসটা পরতে ইচ্ছে হয়েছে’। এবারও চুপ থাকেননি বারিশা তিনি লেখেন, ‘পরব একদিন ,সবাই কে দেখিয়ে দেব’। তামান্নার সঙ্গে অকারণে নিজের তুলনা করায় নিজের দেশের জনগণের কাছেই হাসির খোরাক অভিনেত্রী। তবে তাঁর সাফাই, ‘বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি এর অনেক অভাব। আমি শুধু মানসিকতার কথা বলেছি। আমি কারো সাথে কারো তুলনা দেই না। তুলনা দেওয়া সম্ভব ও না। কারন আমার ও তার কাজ ভিন্ন। আমি আমার জায়গায় বেস্ট সে তার জায়গায় বেস্ট। মানুষ না বুঝে কমেন্ট করা শুরু করে। সবাইকে নতুন বছরের শুভেচছা’।