বাংলা নিউজ > বায়োস্কোপ > Jyotika Jyoti: বাংলাদেশে মহম্মদ ইউনুসের শপথে শুধু কোরান পাঠ? বৈষম্য বিরোধী সরকারের শুরু বৈষম্য দিয়েই!: জ্যোতিকা জ্যোতি

Jyotika Jyoti: বাংলাদেশে মহম্মদ ইউনুসের শপথে শুধু কোরান পাঠ? বৈষম্য বিরোধী সরকারের শুরু বৈষম্য দিয়েই!: জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকার কথায়, ‘বৈষম্যবিরোধী আন্দোলোনের মধ্য দিয়ে অর্জিত সরকার শুরুই করলো বৈষম্য দিয়ে! যেকোন সরকারের মেয়াদ নির্ধারিত থাকে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতোদিন? সেটা জানানো হচ্ছে না কেন? কবে জানব আমরা?’

ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বাংলাদেশের একাংশের মানুষজন অবশ্য এটাকে দেশবাসীর পাওয়া নতুন স্বাধীনতা হিসাবে দাবি করছেন। এপার এবং ওপার বাংলার বহু তারকাই মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্ববর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে মহম্মদ ইউনুসের শপথ গ্রহণের দিনই ধর্মীয় বৈষম্য নিয়ে প্রশ্ন তুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

মহম্মদ ইউনুস ও বাকি সদস্যদের শপথ অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে জ্যোতিকা নিজের ফেসবুকের পাতায় লেখেন, 'শুভ দিন! নতুন বাংলাদেশের প্রথম দিন। ভয়ঙ্কর কটা দিনের পর, বাক স্বাধীনতার প্রথম দিনে এই লেখার মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপন শুরু করলাম!

গতকাল সরকার শপথ নিয়েছে। রাষ্ট্রীয় এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুধু কোরান থেকে পাঠ হলো, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ বাদ দেওয়া হয়েছে। যেসব অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠ করা হয় সেসব অনুষ্ঠানে কোরান, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকেও পাঠ করা হয়।এটাই আমরা দেখে আসছি সারাজীবন। ব্যক্তিগতভাবে আমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা দেখিনা। গতকালের শপথ অনুষ্ঠানে কোরান ছাড়া বাকি ধর্মগ্রন্থগুলো বাদ দেওয়া হলো কীসের ভিত্তিতে? কী উদ্দেশ্যে?'

জ্যোতিকার কথায়, ‘বৈষম্যবিরোধী আন্দোলোনের মধ্য দিয়ে অর্জিত সরকার শুরুই করলো বৈষম্য দিয়ে! যেকোন সরকারের মেয়াদ নির্ধারিত থাকে। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতোদিন? সেটা জানানো হচ্ছে না কেন? কবে জানব আমরা?’

আরও পড়ুন-‘হাসিনার সময় নয়, ওঁর পদত্যাগের পর সেদিন গণহত্যা হয়েছে’, বাংলাদেশ নিয়ে বিষ্ফোরক জ্যোতিকা জ্যোতি

আরও পড়ুন-'বাংলাদেশ ৭১-এর স্বাধীনতার জন্য আসলে তৈরিই ছিল না', দেশের পরিস্থিতিতে কেঁদে ফেললেন জ্যোতিকা জ্যোতি

প্রসঙ্গত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়েও ফেসবুকের পাতায় সরব হয়েছেন জ্যোতিকা। তুলে ধরেছেন বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া নির্যাতনের খতিয়ান। শুধু তাই নয় জ্যোতিকাকেও নানানভাবে হুমকির মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে কীভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে, সেবিষয়টিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন জ্যোতিকা। ক্যাপশানে দিয়েছিলেন, ‘আমাদের নতুন বাংলাদেশে আমাকে নিবেদিত পংক্তিমালা!’ 

নিজের দেশে তিনি নিজে হুমকির মুখে পড়ার পরও অবশ্য বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচার নিয়ে চুপ করে থাকেননি জ্যোতিকা। শনিবার বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের খতিয়ান তিনি নিজের ফেসবুকের পাতায় তুলে ধরেছেন। লিখেছেন, ‘এই হলো ইতিহাস! গত কয়েকদিনে নির্যাতিত ও অত্যাচারিত হিন্দু জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতির কিছু তথ্য। সারাদেশে বিক্ষোভে নেমেছে হিন্দুরা। যার যা আছে তাই নিয়ে যোগ দিন, সংঘবদ্ধ হোন। প্রতিবাদ করুন। ভয় নিয়ে বেঁচে থাকার কোন মানে নেই।এদেশ সবার। নিজের অধিকার আদায় করুন।’

প্রসঙ্গত, শেখ হাসিনা বাংলাদেশে ছাড়ার পর Hindustan Time Bangla-র কাছে মুখ খুলেছিলেন জ্যোতিকা জ্যোতি। সেদিনও নিজের দেশের পরিস্থিতিতে ফোনেই কান্নায় ভেঙে পড়েছিলেন জ্যোতিকা। তাঁর আফসোস ছিল, ‘দেশটা হয়ত ৭১’-এর স্বাধীনতার জন্য তৈরিই ছিল না।

বায়োস্কোপ খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.