বিয়ে করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বহুদিন ধরেই তাঁর প্রেম নিয়ে নানান গুঞ্জন রয়েছে। অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর পড়তে চলেছে। বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন, আর পাত্র বাংলাদেশের পরিচালক, প্রযোজক আদনান আল রাজীব।
রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন প্রায় এক যুগের। তাঁদের বিয়ের কথাও বহুবার শোনা গিয়েছে। যদিও ব্যক্তিগত বিষয়টি নিয়ে কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠলেই বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে বিষয়টি এড়িয়ে যেতেন অভিনেত্রী। মুখে কুলুপ এঁটেছিলেন রাজীবও। তবে অবশেষে জল্পনা সত্যি করে পরিচালক-প্রযোজক রাজীবকেই বিয়ে করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মেহজাবীন ও রাজীবের সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে চলেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার থকে কিছুটা দূরে এক রিসোর্টে হচ্ছে তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান। ওই রিসর্টেই ২৪ ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠান। আপাতত চলছে নিমন্ত্রণ পর্ব। যদিও এবিষয়ে এখনও অভিনেত্রী কিছু বলতে রাজি নন। তবে তাঁদের এক ঘনিষ্ঠ বেশ কয়েকজন নিমন্ত্রণ পেয়েছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান।
আরও পড়ুন-বিনোদিনী দাসীর পুরনো বাসস্থানে পরিচালক রামকমলের সঙ্গে রুক্মিণী, কোথায় আছে এই বাড়িটি?
আরও পড়ুন-এলাহি আয়োজন! কাঞ্চন-শ্রীময়ীকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালেন ঋতুপর্ণা, কী ছিল মেনুতে?

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি শপিংমলে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর তাঁদের একসঙ্গে নানান সময় দেখা গিয়েছে। একসঙ্গে দেশে-বিদেশে বেড়াতেও গিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের হাত ধরে মেহজাবীন তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তাঁকে নিয়মিত বাংলাদেশের নাটকে (এদেশে যাকে বলে কিনা টেলিফিল্ম) অভিনয় করে আসছেন। জনপ্রিয়তাও পেয়েছেন। তবে তিনি এখনও কোনো সিনেমায় অভিনয় করেননি। অন্যদিকে মেহজাবীনের হবু বর আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম বলেই জানা যায়।