দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। ওপার বাংলার একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করার পাশাপাশি এপার বাংলায় অঙ্কুশ, যশের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় তিনি। বিয়ে হওয়ার কথা ছিল খুব শীঘ্রই। কিন্তু আচমকা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন নুসরত।
২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল সেরেছিলেন ওপার বাংলার অভিনেত্রী নুসরত। বাংলাদেশের একটি টেলি কমিউনিকেশন সংস্থার পদস্থ আধিকারিক রনি রিয়াদ রশিদ। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের ছেলেও বটে। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে দু'বছর আগেই। বাগদানের চারদিনের মাথায় অভিনেত্রী জানিয়েছিলেন, সে বছর ডিসেম্বরই বিয়ে করবেন তাঁরা।
আরও পড়ুন: প্রোডাকশন হাউসের পুজোয় আমিরের হাতে ঘট, আরতির সময় যোগ দিলেন প্রাক্তন স্ত্রী কিরণ
এরপর দু বছর কেটে গেলেও বিয়ের জন্য় কোনও উচ্চবাচ্য শোনা যায়নি নুসরত এবং রনি রিয়াদের মুখে। অবশেষে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন, বিয়ে হচ্ছে না তাঁর, তিনি বিয়ে করবেনও না। অভিনেত্রীর কথায়, 'আমার আর বিয়ে হবে না, করছি না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, কোনও দ্বন্দ্ব নেই, তবে এই বিয়েটা হচ্ছে না'।
সাত বছর সম্পর্কে থাকার পর আংটি বদল সেরেছিলেন। পরিবারের সম্মতিতেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন নুসরত-রনি। এরপর দু বছর কেটে গিয়েছে। আচমকা কেন বিয়ে না করার সিদ্ধান্ত নুসরতের? অভিনেত্রী মনে করেন, 'হুজুগের বসে কখনওই কোনও কিছু করা উচিত নয়। কারণ তাহলে আমাকেই ভুগতে হবে। আমাদের মনে হয়েছে বন্ধুত্বটাই দীর্ঘস্থায়ী হবে। রনি আর আমি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রনির সঙ্গে আমার সবসময়ের জন্য যোগাযোগ আছে, থাকবেও।'
বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়ার। তিনি বলেন, ‘আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নেই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’
সম্প্রতি 'বিবাহ অভিযান-২' ছবিরও শ্যুটিং সেরেছেন নুসরত। ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি। সেখানে তাঁর ‘পাতাল ঘর’ ছবিটি প্রদর্শিত হয়েছে। আপাতত নিজের কাজেও মনোনিবেশ করতে চান অভিনেত্রী।