বাংলাদেশের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন নুসরত ফারিয়া। ওপার বাংলার এই সুন্দরী তাঁর রূপে বারংবার মুগ্ধ করেছেন তাঁর অনুরাগীদের। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন। আর তারপরই তিনি রোষের মুখে পড়লেন, তবে অন্য কারও না। তাঁরই সহকর্মীরা তাঁকে কটাক্ষ করলেন। কিন্তু কেন?
আরও পড়ুন: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সঙ্গে বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনলেন নাতাশা?
কী নিয়ে সমস্যা?
বিগত কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরম পড়েছে। আর সেই গরমকে বুড়ো আঙুল দেখাতে নুসরত ফারিয়া সম্প্রতি সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কালো বিকিনি পরে তাক লাগিয়ে দেন। তাঁর রূপের আগুনে মুগ্ধ হন সকলেই। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'বিটিং দ্য় হিট।'
আরও পড়ুন: 'বিয়ের খবর ঢাকতে আমায় আর ছেলেকে ব্যবহার করল', ফের রাজের উপর মেজাজ হারালেন পরীমনি? কেন
এই ছবি পোস্ট করতে অন্যান্য পোস্টের মতোই তাঁর অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্যে তাঁর পোস্ট ভরিয়ে দেন। তবে তাঁর দুই সহকর্মী এদিন তাঁকে কটাক্ষ করে বসলেন তাঁর পোশাক নিয়ে।
কী লিখলেন পলি এবং ময়ূরী?
ঢালিউডের দুই অভিনেত্রী হলেন পলি এবং ময়ূরী। তাঁরা যে ধরনের ছবিতে কাজ করেন সেগুলো দেখে তাঁদের বাংলাদেশের অশ্লীল যুগের নায়িকা তকমা দেওয়া হয়েছে। তাঁদের বেশ কিছু সিনামায় অভিনয় দেখে তীব্র আপত্তি করেছেন সে দেশের দর্শকরা। তবে এই অশ্লীল বা অশালীন শব্দে আপত্তি আছে তাঁদের। তাঁরাই এদিন নুসরত ফারিয়াকে কটাক্ষ করেন।
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
এদিন প্রথমে পলি নুসরতের উদ্দেশ্যে লেখেন, 'নুসরত ফারিয়া তোমায় দেখতে সুপার লাগছে।' এরপর ময়ূরী তাতে কমেন্ট করে লেখেন, 'নুসরত ফারিয়া করলে লীলাখেলা। আমরা করলে অশ্লীল।' এতে পলি পুনরায় মন্তব্য করেন। লেখেন, 'এবার বুঝলে তো বন্ধু কেন পোস্ট করলাম।'