বিগত বেশ কিছু বছর লাইমলাইটে না থাকলেও পারিবারিক বিবাদের জেরে উঠে এলেন প্রচারের আলোয়। কার কথা বলছি? বাংলাদেশি অভিনেত্রী পপি ওরফে সাদিকা পারভিন পপির। তিনি নাকি তাঁর পরিবারকে চাপ দিয়ে পৈতৃক জমি নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন: 'একটা সময় হানিমুন পিরিয়ড, শরীরের মোহ চলে যায়, তখন...' ভালোবাসা আর অভ্যাসের ফারাক বোঝালেন পরম
কী ঘটেছে?
প্রথম আলোর তরফে এদিন জানানো হয় পপির মা মারিয়াম বেগম এবং তাঁর ভাই বোনেরা অভিযোগ করেছেন যে অভিনেত্রী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এমনকি গত ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় ডায়রি করা হয়েছে তাঁর নামে। অভিযোগ করেছেন তাঁর বোন ফিরোজা পারভিন।
আরও পড়ুন: কাজ না পাওয়ার অবসাদ থেকেই ওজন বাড়ছে শ্রীলেখার! বললেন, 'শরীরচর্চার তাগিদ পাই না, ওষুধ খাই...'
এদিন এই অভিযোগে জানানো হয়েছে পপি নাকি তাঁর পারিবারিক জায়গা জমি একা নিজের নামে করে নিতে চাইছেন। এই নিয়ে তাঁর পরিবারের সঙ্গেই তাঁর বিবাদ চরমে পৌঁছেছে। ভাই বোনেরা তাঁকে একা পৈতৃক সম্পত্তি ভোগ করা এবং নিজের নামে করে নেওয়া থেকে বাধা দিতে চাইলে তিনি তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। বাদ দিচ্ছেন না মাকেও।
কী নিয়ে সমস্যা? অভিনেত্রীর বাবার ১১ কাঠা জমি নিয়েই যত সমস্যার সূত্রপাত। এই ১১ কাঠার মধ্যে ৫ কাঠা জমি আগেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি। এখন বাকি ৬ কাঠা জমিও তিনি পেতে চাইছেন। আর তার জন্য তিনি মা ভাই বোনদের চাপ দিচ্ছেন।
পপির মা এদিন সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার জামাই বলছে এই ১১ কাঠাই আমাদের। ওর আব্বা মারা গিয়েছে তো। এখন টাকা হলেই সব পাওয়া যায়। এখন উচ্ছেদ করে দিচ্ছে আমাদের।' তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি পপি।