মঙ্গলবারই এক সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছিলেন ২৮শে অগস্ট ভূমিষ্ঠ হতে চলেছে তাঁর সন্তান। চিকিৎসক ডেলিভারির সম্ভাব্য ডেট হিসাবে এইটায় দিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের প্রায় দু-সপ্তাহ আগেই মা হলেন পরীমনি। বৃহস্পতিবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে চর্চিত নায়িকা।
সোশ্যাল মিডিয়া পোস্টে শরিফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার প্রিয় পরীমনিকে অনেক অভিনন্দন। ছেলে হয়েছে’। সে দেশের সংবাদমাধ্যমকে ‘পরাণ’ অভিনেতা জানান, ‘মা ও ছেলে একদম সুস্থ আছে’।
ছেলের নামও ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন পরীমনি। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, মেয়ে হলে নাম রাখবেন রানি আর ছেলে হলে রাজ্য। সেইমতো রাজ-পরীর আদরের সোনামণির নাম হবে রাজ্য সেটাই স্বাভাবিক।
হবু সন্তানের অপেক্ষায় দিনগুণছিলেন পরী, জমিয়ে কেনাকাটাও করেছেন গত কয়েক সপ্তাহে। শপিং-এর ঝলক ফেসবুকে ভাগও করে নিতে দেখা গিয়েছে তাঁকে। আরও পড়ুন-সমুদ্র পাড়ে প্রেম! উন্মুক্ত বেবি বাম্প, অন্তঃসত্ত্বা পরীমনিকে আগলে স্বামী রাজ
চলতি বছর জানুয়ারির শুরুতেই মা হতে চলার খবর শেয়ার করেন পরীমনি ওরফে শামসুন্নাহার স্মৃতি। কিন্তু প্রশ্ন ওঠে পরীমনির সন্তানের বাবা কে? কারণ নায়িকার চতুর্থ বিয়ে ভেঙেছে মাস কয়েক আগেই। এরপর আসল বোমা ফাটান পরী। তিনি জানান, গত বছর অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন তিনি।
মাদকমামলায় জেলমুক্তির পর গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শ্যুটিং শুরু করেছিলেন পরীমনি। তারিখটা ১১ অক্টোবর। আর এই ছবিতে পরীর নায়ক রাজ। আর সাতদিন পরেই রাজকে বিয়ে করে নেন পরীমনি! না, সিনেমার গল্প নয় এটাই বাস্তব। এরপর জানুয়ারি মাসেই সকলের সামনে ধুমধাম করে রাজকে ফের বিয়ে করেন পরীমনি।
আরও পড়ুন-সেপ্টেম্বরে কোল আলো করে আসবে সন্তান, মায়ের হাতে ‘সাধ’ খেলেন পরীমনি! দেখুন ভিডিয়ো
সেইসময় রাজকে নিয়ে এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, ‘তাঁর সঙ্গে মিশতে গিয়ে দেখলাম, আমরা দুজনই পাগল। দুজনই ভাবলাম, আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত। তাই কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।'
প্রেগন্যান্সি পিরিয়ডে জমিয়ে ফটোশ্যুট সেরেছেন পরীমনি। নিজের স্ফীত গর্ভের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন জমিয়ে। আপতত কাজ থেকে লম্বা বিরতি নিয়েছেন পরীমনি। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান নায়িকা। এখনই পর্দায় ফেরবার কোনও পরিকল্পনা নেই তাঁর।