বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni's Relation: সপ্তাহ ঘুরতেই বিচ্ছেদ ভুলে কাছাকাছি রাজ-পরীমনি, হচ্ছেটা কী?

Pori Moni's Relation: সপ্তাহ ঘুরতেই বিচ্ছেদ ভুলে কাছাকাছি রাজ-পরীমনি, হচ্ছেটা কী?

বিচ্ছেদ ভুলে কাছাকাছি রাজ-পরীমনি

Pori Moni's Relation: কিছুদিন আগে পর্যন্ত বিবাহবিচ্ছেদ কেবল সময়ের অপেক্ষা ছিল। আর আজ সেখানেই তাঁরা সমস্ত বিচ্ছেদ ভুলে একসঙ্গে সংসার করছেন। কদিন কী এমন ঘটল যে ফের কাছাকাছি এলেন পরীমনি এবং রাজ?

২০২৩ এর শুরুটা মোটেই পরীমনির জন্য ভালো হল না। আরও একবার বিচ্ছেদের কাঁটার মুখে পড়তে হল তাঁকে। নতুন বছরের শুরুতে এমন খবর প্রকাশ্যে আসায় বাংলাদেশে রীতিমত হইহই কাণ্ড পড়ে গিয়েছে। শরিফুল রাজের সঙ্গে থাকতে পারছেন না বলেই জানান অভিনেত্রী পরীমনি। তবে এই কথা প্রকাশ্যে আসার পর এখনও একটা সপ্তাহ কাটেনি। তার আগেই বিচ্ছেদের মনখারাপি সুর ভুলে মিলনের খবর প্রকাশ্যে এল।

অভিনেত্রী শিরীন শীলা জানান ফের পরীমনি এবং রাজ কাছে এসেছেন। গত বছরের শেষের দিকে রাজের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ করেছেন অভিনেত্রী। ফেসবুকে শাশুড়ি, স্বামীর বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ করেন, জানান তিনি গার্হস্থ্য হিংসার শিকার। পরীমনি তবে সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি রাজের সঙ্গে আর কোনওভাবেই থাকতে পারবেন না, চান না। রাজেরও মোটামুটি এক মন্তব্য ছিল। তাহলে কীসের টানে, কোন মায়ায় তাঁরা ফের এক হলেন? আপাতত এই প্রশ্নটাই এখন তাঁদের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে।

তবে এই প্রশ্ন বেশিদিন জিইয়ে রাখতে চাননি পরীমনি নিজেই। তিনি তাঁদের কাছে আসার বিষয় নিয়ে ৬ জানুয়ারি মুখ খুললেন। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'গত তিনদিন ধরে আমরা একসঙ্গে থাকছি। ভালো আছি। আমি মা হয়েছি। রাজ্যের জন্য সুন্দর করে বাঁচতে চাই। আমার কাছে রাজ্যই এখন সব।'

তবে পরীমনি একা নন, এই একই বক্তব্য রাজেরও। তিনি বলেন, ' আমাদের সন্তানই বেঁচে থাকার কারণ। তাঁকে ঘিরেই বেঁচে থাকা। আমি যেখানেই থাকি ওর টানেই ফিরতে হবে।'

এদিন তাঁদের দুজনের বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে তাঁদের মধ্যে যতই বৈপরীত্য থাক, ঝামেলা, অশান্তি হোক আদতে তাঁদের মধ্যে যোগসূত্র, বা বেঁধে রাখার ব্রিজটা কিন্তু একরত্তি রাজ্য। আর ছোট্ট রাজ্যর জন্যই যে তার বাবা মায়ের সম্পর্ক আবার জোড়া লাগল এটা বুঝত আর কারও বাকি নেই। কিন্তু একবার যখন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যদি আবার তৈরি হয় তখন? এটার উত্তরও অভিনেত্রী নিজেই দিলেন। টান কথায়, 'যদি শেষ পর্যন্ত সম্পর্কটা না টেকে তাহলে চাইব রাজ যেখানেই থাকুন না কেন, যেন ভালো থাকেন।' তিনি আরও বলেন 'রাজ আমার সন্তানের বাবা, তাঁর দিকে যেন কেউ আঙুল না তোলে।'

বন্ধ করুন