প্রায়দিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন বাংলাদেশের পরীমনি। সম্প্রতি, দ্বিতীয়বার মা হয়েছেন ‘পরী’, ছেলের কোলে এসেছে মেয়ে। তবে গর্ভের সন্তান নয়, কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। 'সিঙ্গল মাদার' হয়ে দুই ছোট্ট ছেলে-মেয়েকে নিয়ে দারুণ ব্যস্ত জীবন তাঁর। একা হাতেই সবটা সামলাছে। সম্প্রতি, ইদের সময় দুই সন্তানকে নিয়ে আবেগঘন একটা পোস্ট করেছেন পরীমনি।
সোশ্যাল মিডিয়ার পাতায় ছোট্ট সন্তানের বেশকয়েকটি বোতল ফোটাতে দেখা গিয়েছে পরীমনিকে। সেই ভিডিয়ো পোস্ট করে 'পরী' লিখেছেন, ‘এবারের কুরবানি ঈদ আমার জন্যে নতুন কঠিন এক অভিজ্ঞতা! ঢাকার বাসায় নানুকে ছাড়া প্রথম কুরবানি আমার। এখানের স্বজনরা বলতে কেবল আমার স্টাফরাই। তাদের নিয়েই ঈদের দিন পশু কুরবানি করা হলো। বেশ আনন্দ ফুর্তিতে ঈদ চলে গেল। পরের দিন (সব থেকে পুরনো যিনি আমার সাথে প্রায় ছয় বছর ধরে থাকেন) আন্টি তার ছুটি চাইলেন পাঁচ দিনের জন্যে, দিলাম। ব্যাস এরপরই একজন একজন করে সবার ছুটির আবদারে আমাকে পরতে হলো এক ইমোশনাল কারবারে। এখন আমি সবার ছুটির ঘন্টা বাজিয়ে একপ্রকার একা একাই দুই বাচ্চা সামলাচ্ছি!’
পরী আরও লিখেছেন, ‘যদিও দুজন মহিলা আমার সাথে আছেন। একজন অসুস্থ অন্য জন নতুন বলে অনেক কিছুই বুঝে উঠতে পারছেন না। যাইহোক, আমি পেরে যাচ্ছি এই বড় কথা। এই সাত সকালে মেয়ের ফিডার ক্লিন করতে করতে মনে হলো ছেলের তো এসব লাগেনি। তা হলে কোনটা কঠিন ব্রেস্টফিডিং নাকি ফর্মুলা!' এর উত্তরটাও নিজেই দিয়েছেন পরীমনি। লিখেছেন, ‘আসলে কোনটাই সহজ নয়। এনজয় ইয়োর মাদারহুড পরী’।
প্রসঙ্গত, ছেলে ‘পুণ্য’ ‘পরী’র গর্ভের সন্তান, সেক্ষেত্রে তাঁর জন্য ফর্মুলা মিল্কের দ্বারস্থ হতে হয়নি পরীমনিকে। ব্রেস্টফিডিং-ই তখন ছিল অভিনেত্রীর ভরসা। তবে মেয়েকে যেহেতু পরী দত্তক নিয়েছেন, সেক্ষেত্রে ফর্মুলা মিল্কেই ভরসা করতে হয়েছে অভিনেত্রীকে। তবে ব্রেস্টফিডিংও যেমন কঠিন, তেমনই ফর্মুলা মিল্ক গুলে সময় সময় সন্তানকে খাওয়ানোও মোটেও সহজ কাজ নয়। তাই গর্ভজাত সন্তান, কিংবা দত্তক সন্তান, সবক্ষেত্রেই সন্তানের জন্য মায়ের ভূমিকা মোটেও সহজ নয়। সেকথাই তুলে ধরতে চেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। এক্ষেত্রে বেশিরভাগ মায়েরাই হয়ত পরীমনির সঙ্গে সহমত হবেন, আপনার কী মত?