কিছু মাস আগেই ছেলেকে নিয়ে কলকাতায় এসেছিলেন পরীমনি। শুধু এসেছিলেন না, সেই সময় তিনি তাঁর টলিউডের প্রথম প্রজেক্ট ফেলু বক্সির শ্যুটিং পর্যন্ত করে যান। কিন্তু শ্যুটিং করার পরেও এমন কী হল যে থমকে গেল ছবির কাজ? কোন সমস্যায় পড়লেন বাংলাদেশি অভিনেত্রী?
আরও পড়ুন : 'বাবা'র সঙ্গে মাত্র ১২ বছরের ফারাক মালাইকার! প্রয়াত অনিল মেহতার সঙ্গে অভিনেত্রীর মায়ের আসলে কী সম্পর্ক?
কী ঘটেছে পরীমনির সঙ্গে?
ঢালিউডের গণ্ডি পেরিয়ে টলিউডে পা রাখতে চলেছিলেন তিনি। কিন্তু তার আগেই সমস্যায় পড়লেন পরীমনি। জানা গিয়েছে তাঁর এপার বাংলার প্রথম কাজ ফেলু বক্সির ডাবিং এখনও বাকি। কিন্তু তিনি সেই কাজ শেষ করতে এপার বাংলায় আসতেই পারছেন না। কেন? নেপথ্যে রয়েছে ভিসা জনিত সমস্যা।
ফেলু বক্সি ছবিটির শ্যুটিং মার্চ মাসে শুরু হয়। শ্যুটিং এবং কিছুটা ডাবিং হয়ে গেলেও, এখনও বাকি রয়েছে কিছুটা ডাবিং। আর সেটা শেষ করতেই কলকাতায় আসার কথা ছিল বাংলাদেশি অভিনেত্রীর। কিন্তু সেটা বর্তমানে সম্ভব হচ্ছে না ভিসার জটিলতার জন্য।
কিন্তু কী সমস্যা? বাংলাদেশ বর্তমানে অশান্ত হয়ে রয়েছে। সেই জন্যই আপাতত ভিসা দেওয়া হচ্ছে যান কেবল কয়েকটি জরুরি ক্ষেত্রে মেডিক্যাল বা স্টুডেন্ট ভিসাই দেওয়া হচ্ছে ওপার বাংলার বাসিন্দাদের।
ফেলু বক্সি ছবিটির বিষয়ে কী জানা গিয়েছে?
ফেলু বক্সি ছবিটিতে মুখ্য ভূমিকায় পরীমনি ছাড়াও দেখা যাবে সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারকে। এই ছবিটির পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে।
আরও পড়ুন : 'মুখ্যমন্ত্রী হিসেবে যেটুকু বলার...' মমতার উৎসবে ফেরার বক্তব্যকে সমর্থন ইশার? পুজো প্ল্যানিং নিয়ে কী বললেন?
আরও পড়ুন : স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত ডাক্তারদের মিষ্টি বিলি ট্রাভেল এজেন্টের! বললেন, 'জ্যান্ত ভগবানদের জন্য...'