রাজনৈতিক পালাবদলে দেশ উত্তাল। তাই বলে কি আর পরীমনির ছেলের জন্মদিন পালন হবে না! ১০ অগস্ট, শনিবার রাজ ও পরীমনির ছেলের জন্মদিন। এদিন ২, বছরে পা রাখল পরীমনির ছেলে পুণ্য। শুক্রবার ঘটা করে ছেলের জন্মদিন উদযাপন করলেন বাংলাদেশের 'পরী'।
শুক্রবার রাতেই নিজের দেশের জাতীয় পশুর আদলে একটা কেক কাটেন পরীমনি। সেই কেকের ভিডিয়ো পোস্ট করে পরীমনি লেখেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’
অনেকেই পরীর এই পোস্টে তাঁর ছেলে পুণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর শনিবার ছেলে পুণ্যকে নিয়ে কাছের মানুষজনের সঙ্গে পদ্মাবক্ষে জন্মদিন পালন করতে পৌঁছে যান পরীমনি। সাজানো গোছানে বড় ইয়টে হয় পরীর ছেলের জন্মদিন পালন। যেখানে ২ বছরের পূণ্যকে নিয়ে ইয়টের মধ্যে Happy Birthday গানে হইহই করে নাচতে দেখা যায় পরীমনি ও অন্য়ান্যদের। তবে সকলের হইচইতে পুণ্য অবশ্য একটু ঘাবড়েই গিয়েছিল। তাকে তার মা পরীমনিকে জড়িয়ে ধরতে দেখা গেল। ছেলের জন্মদিনে সবুজ রঙের পাতা পাতা প্রিন্টেড ড্রেসে দেখা যায় পরীমনিকে। যদিও এই সেলিব্রেশনে পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজকে দেখা যায়নি।
অন্যদিকে এদিন ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা শরিফুল রাজ। তবে পুণ্য নয় ছেলেকে রাজ্য নামেই ডেকেছেন রাজ। জন্মের পর নীল কালিতে নেওয়া সদ্যোজাত সন্তানের পায়ের ছাপ পোস্ট করেছেন অভিনেতা শরিফুল রাজ। লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। (Shaheem Muhammad Rajya) শুভ জন্মদিন ১০.০৮.২০২৪।
এদিকে রাজের এই পোস্টে সকলেই তাঁর ছেলেকে 'রাজ্য' নাম ধরেই শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পরীর 'পুণ্য' আর রাজের 'রাজ্য', ছেলের নাম নিয়ে বাবা-মায়ের এই লড়াই নজর এড়ায়নি বহু নেটজনতার। একজন লিখেছেন, ‘সব রেখে এরা এখনও নাম নিয়ে দুজনে যুদ্ধ করছে’। কারোর মন্তব্য, ‘আপনারা নাম নিয়া যুদ্ধ করুন, বিষয়টা আমরা দেখাছি’। কেউ আবার শরিফুল রাজকে কটাক্ষ করে লিখেছেন, ‘ওহ নাম মনে আছে তাহলে’, কেউ প্রশ্ন করে বসেছেন, 'পরীকে কেন ডিভোর্স দিয়েছেন?'