বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni: শক্ত করে ধরে মায়ের গলা, হাসপাতালে টানা ৮ ঘণ্টা ধরে কেঁদে চলেছে পরীমনির ছেলে রাজ্য! কী ঘটছে?

Pori Moni: শক্ত করে ধরে মায়ের গলা, হাসপাতালে টানা ৮ ঘণ্টা ধরে কেঁদে চলেছে পরীমনির ছেলে রাজ্য! কী ঘটছে?

পরীমনি

পরীমনি তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, ‘গতকাল ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে।'

অসুস্থ পরীমনি, কয়েকদিন আগেই তীব্র জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। এদিকে মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না ৯ মাসের রাজ্য। সেকারণে হাসপাতালের কেবিনে অভিনেত্রীর সঙ্গেই রাখা হয়েছে তাঁর ছেলেকে। তা কেমন আছেন অভিনেত্রী?

জানা যাচ্ছে, এখন কিছুটা ভালো থাকলেও, হাসপাতালে ৯ মাসের ছেলে রাজ্যকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন পরীমনি। টানা ৮ঘণ্টা ধরে কান্নাকাটি চালিয়েছে রাজ্য। ছেলের কান্না আর সহ্য করতে পারছিলেন না মা পরীমনি। অগত্যা ৮ ঘণ্টার মাথায় বাধ্য হয়ে অভিনেত্রীর হাতের চ্য়ানেল খুলে দেওয়া হয়।

ঠিক কী ঘটেছে তা জানিয়ে পরীমনি তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, ‘গতকাল ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারেনা কেউ। আর কি লিখবো! গলাটা ধরে এলো কান্নায়……’।

আরও পড়ুন-একসময় মন্নত সাজাতে ডিজাইনার যে টাকা চেয়ছিলেন, তা ছিল আমার মাস মাইনের থেকেও বেশি: শাহরুখ খান

 এই লেখার সঙ্গে পরীমনি যে ভিডিয়োটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, মায়ের হাতে লাগানো ব্যন্ডেডটিও রাজ্য টেনে তুলে নিচ্ছে। মায়ের হাতে অতিরিক্ত কিছু পছন্দ হচ্ছে না তাঁর।

প্রসঙ্গত গত ১৩মে ফেসবুক পোস্টে পরীমনি লেখেন তাঁর ১০৩ জ্বর, তিনি অসুস্থ। তার ঠিক একদিন পর ১৪ মে মাতৃদিবসের দিন রাতে পরীমনির পোস্টেে জানা যায়, শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিকে কাজের ক্ষেত্রে আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরীমনির ছবি 'মা'। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা 'মার্শে দ্যু ফিল্ম'-এ এবার প্রিমিয়ার হবে 'পরী'র এই ছবির।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন