বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni : সোনার বাটি-চামচে ছেলের মুখেভাত, 'আদিখ্যেতা' বললেও আপত্তি নেই পরীমনির

Pori Moni : সোনার বাটি-চামচে ছেলের মুখেভাত, 'আদিখ্যেতা' বললেও আপত্তি নেই পরীমনির

'পরী'র ছেলের মুখে ভাত

‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে..’

ছেলে শাহিম মহম্মদ রাজ্য-ই এখন পরীমনি ও শরিফুল রাজের নয়নের মণি। তাঁকে নিয়েই এখন পরী-রাজের জীবন আবর্তিত হচ্ছে। ছেলেকে নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান কিছু পোস্ট করতে থাকেন বাংলাদেশের তারকা দম্পতি। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে পরীমনি জানিয়েছেন খুব শীঘ্রই তাঁর রাজ্যর মুখে ভাতের অনুষ্ঠান হতে চলেছে।

শুক্রবার সোনার বাটি চামচের ছবি পোস্ট করেছেন পরীমনি। লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে..’

পরীমনির এই পোস্টের নিচে নেটনাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই পরীমনি ও তাঁর পরিবারের জন্যা 'দোয়া' করেছেন। প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি 'পরী' ছেলে রাজ্যর ৬মাস পূর্ণ হচ্ছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে মুখে ভাতের অনুষ্ঠান। তবে মুখেভাতের অনুষ্ঠানের দিনক্ষণ এখনও খোলসা করেননি অভিনেত্রী। গত বছর অগস্টে ছেলে 'আকিকা' অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী। তাই আশা করা যায়, মুখেভাতের ছবিও তিনি অনুরাগীদের জন্য সামনে আনবেন।

২০২১-এ গুণিন ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে শরিফুল রাজের সঙ্গে আলাপ পরীমনির। মাত্র ৫ দিনের দেখা ও প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। ২০২২-এর জানুয়ারিতে নিকাহ হয় রাজ-পরীর। তারপর তাঁদের পরিবারে এসেছে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। যদিও সম্প্রতি তাঁদের সুখের স্বর্গে ফাটল ধরেছিল। ২০২৩-এ নতুন বছরের শুরুতেই রাজ-পরীর বিচ্ছেদের খবর সামনে আসে। ফেসবুকে শাশুড়ি, স্বামীর বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ করেন, জানান তিনি গার্হস্থ্য হিংসার শিকার। পরীমনি তবে সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেন তিনি রাজের সঙ্গে আর কোনওভাবেই থাকতে পারবেন না, চান না। রাজেরও মোটামুটি এক মন্তব্য ছিল।

তাহলে কীসের টানে, কোন মায়ায় তাঁরা ফের এক হলেন? আপাতত এই প্রশ্নটাই এখন তাঁদের অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে। তবে কারণ যাইহোক না কেন, আপাতত রাজ-পরীর দাম্পত্যে ফের প্রেমের জোয়ার আসায় খুশি অনুরাগীরা। গত ৬ জানুয়ারি পরীমনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, 'গত তিনদিন ধরে আমরা একসঙ্গে থাকছি। ভালো আছি। আমি মা হয়েছি। রাজ্যের জন্য সুন্দর করে বাঁচতে চাই। আমার কাছে রাজ্যই এখন সব।'

তবে পরীমনি একা নন, এই একই বক্তব্য রাজেরও। তিনি বলেন, ' আমাদের সন্তানই বেঁচে থাকার কারণ। তাঁকে ঘিরেই বেঁচে থাকা। আমি যেখানেই থাকি ওর টানেই ফিরতে হবে।'

বন্ধ করুন