নাম তাঁর পরীমনি, পেশায় অভিনেত্রী, তবে এসবের বাইরে তাঁর আরেক পরিচয় তিনি এখম 'মা'। আর এই মাতৃত্বকেই এখন সবথেকে বেশি গুরুত্ব দেন বাংলাদেশের এই 'পরী'। আর তাই তো শরিফুল রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙার পরও ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন পরীমনি। এবার ছেলের কোলে মেয়ে। এবার 'পরী'র ঘরে এসেছে ছোট্ট রাজকন্যা।
ছেলের বয়স ১ বছর হওয়ার আগেই শরিফুল রাজের সঙ্গে সংসার ভেঙেছে পরীমনির। কিছুদিন আগে নিজের একমাত্র অভিভাবক, নানু (দাদু)-কে হারিয়েছেন 'পরী'। তারপর থেকে এতদিন ছেলে 'পদ্ম'ই ছিল পরীমনির বাঁচার একমাত্র অববলম্বন। তবে এবার 'পরী'র কোলে মেয়ে এসেছে। নাহ, এই মেয়েকে তিনি জন্ম দেননি, দত্তক নিয়েছেন। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের বয়স এখনও একমাসও হয়নি। তবে পদ্মর পাশে পরীমনির ঘর আলো করে রয়েছে প্রিয়ম। আন্তর্জাতির মা দিবসের ঠিক আগেই দ্বিতীয় মাতৃত্বের সুখবর শুনিয়েছেন অভিনেত্রী।
এর আগে মেয়ের বয়স যখন ৫-৬দিন তখন পরীমনি জানিয়েছিলেন, তিনি এখনই মেয়ের মুখ প্রকাশ্যে আনতে চাননা, সেজন্য কিছুদিন সময় চেয়ে নিয়েছিলেন। তবে মঙ্গলবার রাতে তিনি সদ্যোজাত মেয়ের এক টুকরো ছবি পোস্ট করেছেন। যেখানে গোলাপী লেস বসানো ফ্রক পরে দেখা যাচ্ছে পরী কন্যাকে। কচি কচি আঙুলে পরীর আঙুল ধরে রয়েছে সে।
নাহ, তবে পরীর মেয়ের মুখ দেখা যায়নি। তাঁকে দেখতে হলে তাই আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে। তবে মেয়ের পাশাপাশি ছেলে পদ্মর সঙ্গেও আরও একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে ঘুমন্ত পদ্মর কপালে চুমু এঁকে দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এর আগে আনন্দবাজাকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েকে পরীমনি জানিয়েছিলেন, ‘ওকে যখন কোলে নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ছেলের পর মেয়ে, কী যে আনন্দ! আমার ঘরে ছেলের পাশে ও আলো হয়ে আছে।’ এদিকে পরীমনি মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও মাদার্স ডে-তেছেলে পদ্মর সঙ্গে সদ্যোজাত মেয়ের যে ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন। সেখানে কায়দা করে মুখ ঢাকার চেষ্টা করলেও একঝলক তাঁর মেয়ের মুখ সামনে এসে যায়। সেই ভিডিয়োতে ছোট্ট কন্যা প্রিয়মকে কাঁদতে দেখা যায়, আর তখন আদরের বোনের কপালে চুমি এঁকে দিতে দেখা যায় পরীর ছেলেকে।
যার ক্যাপশানে পরীমনি লিখেছিলেন, ‘হ্যাপি মাদার্সডে টু মি ! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ।আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি’।
এদিকে মেয়ের জন্য একগুচ্ছে শপিংও করে ফেলেছেন পরীমনি। একসঙ্গে অনেক জামা, জুতো, হেয়ার ব্যান্ড, আরও কত কী কিনেছেন। তার কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন অভিনেত্রী।
এদিকে কাজের ক্ষেত্রে আপতত ‘রঙ্গিলা কিতাব’-এর কাজ সারছেন পরীমনি। এরপর ‘প্রীতিলতা’র বাকি শ্যুটিং শেষ করতে অনেকটা ওজন ঝরাতে হবে নায়িকাকে। পাশাপাশি শীঘ্রই টলিউডেও ডেবিউ করছেন পরীমনি। সোহম ও মধুমিতার সঙ্গে ‘ফেলু বক্সী’ ছবিতে পাওয়া যাবে তাঁকে। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিং।