বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni: তখন মাঝরাত! বাড়িতে ফিরেই ফেসবুকে ফের লম্বা পোস্ট বিরক্ত পরীমনির, ফের কী ঘটল?

Pori Moni: তখন মাঝরাত! বাড়িতে ফিরেই ফেসবুকে ফের লম্বা পোস্ট বিরক্ত পরীমনির, ফের কী ঘটল?

পরীমনির ক্ষোভ…

পরীমনি লেখেন, 'আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’

ফের টলমল শরিফুল রাজের সঙ্গে পরীমনির সংসার। বাংলাদেশের তিন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাফিজা তুষির ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ফাঁস হওয়ার ঘটনা ঘিরে তুলাকালাম বিনোদন দুনিয়া। কারণ, ভিডিয়ো ফাঁস হয়েছিল রাজের অ্যাকাউন্ট থেকেই, আর তাতে অভিযোগের আঙুল উঠেছে 'পরী'র দিকে। এসব নিয়ে বাক-বিতণ্ডার মাঝেই ফেসবুকের পাতায় নতুন পোস্ট করলেন পরীমনি।

নাহ, পরীমনির এই পোস্ট অবশ্য স্বামী শরিফুল রাজ কিংবা ফাঁস হওয়া ভিডিয়ো নিয়ে নয়। বুধবার সদ্য মুক্তি পাওয়া তাঁর 'মা' ছবিটি দেখতে গিয়েছিলেন পরীমনি। তারপরই বাড়িতে ফিরে একটি লম্বা পোস্ট করেন। জানান, কিছু মানুষের উচ্ছৃঙ্খলার কারণে অভিনেত্রী ৯ মাসের ছেলে রাজ্য ভয় পেয়ে যায়, আর সেকারণেই সিনেমা দেখে, কারোর সঙ্গে বিশেষ কথা না বলেই বাড়িতে ফিরে যান 'পরী'।

আরও পড়ুন-শরিফুলের বান্ধবীদের ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস, পরীমনির দিকেই উঠল অভিযোগের আঙুল

ঠিক কী লিখেছেন পরীমনি?

অভিনেত্রী লেখেন, ‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম মা সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারন, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে। কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরী করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেলো। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচো আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিলো আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো।আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’ 

অভিনেত্রী অবশ্য শেষে লেখেন, ‘আর খুশি এই জন্যে যে,আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন,কেয়ার করেন। থ্যাংকইউ’।

এদিকে মা দেখতে যাওয়ার আগে পার্লারে গিয়ে রূপচর্চা করতেও দেখা যায় পরীমনিকে, সেই ভিডিয়ো নিজেই পোস্ট করেছিলেন। প্রসঙ্গত, গত ২০ মে, ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হয়েছে। ২৬ অগস্ট প্রেক্ষাহে মুক্তি পেয়েছে 'পরীমনি' মা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন