বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib Khan-Shobnom Bubly: 'মুসলিম হয়ে শাকিব ৪টে বিয়ে করতেই পারে', বাংলাদেশের ডিপজলের কথায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর!

Shakib Khan-Shobnom Bubly: 'মুসলিম হয়ে শাকিব ৪টে বিয়ে করতেই পারে', বাংলাদেশের ডিপজলের কথায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বুবলীর!

শাকিব-বুবলী-ডিপজল

তাঁর কথায়, ‘শাকিবকে নিয়ে যা শুরু হয়েছে তা বন্ধ করা উচিত। সে আরও বিয়ে করতে পারে, তাতে সমস্যা কোথায়? আর মুসলিম হিসাবে ৪টে বিয়ে তো করাই যায়। বিয়ে করে স্ত্রীদের খরচ চালানোর ক্ষমতা আছে নায়কদের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করাই উচিত।’

ওপার বাংলায় শাকিব-বুবলীকে নিয়ে চর্চার অন্ত নেই। দুজনেই একে অপরকে নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি, শাকিব খান সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে আর কখনও কাজ না করার কথা বলেছেন। আর তাতেই চটেছেন বুবলী। শাকিবের উদ্দেশ্য়ে লিখেছেন, ‘আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি।… আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানে?’ লম্বা পোস্টে শাকিবকে নিয়ে বুবলী লিখেছেন আরও অনেক কথা। আর শাকিব-বুবলীর এই ঝামেলার আগুনে ঘি ঢেলেছেন বাংলাদেশের খলনায়ক ডিপজল।

বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের দাবি, শাকিব খানকে তৈরির নেপথ্য় আসলে তিনিই। কারণ, তাঁর 'কোটি টাকার কাবিন'-এর হাত ধরেই শাকিবের আত্মপ্রকাশ ঘটেছিল। তাঁর কথায়, অনেক কষ্ট করে শাকিব সাফল্য অর্জন করেছেন। তাঁর কথায়, ‘শাকিবকে নিয়ে যা শুরু হয়েছে তা বন্ধ করা উচিত। সে আরও বিয়ে করতে পারে, তাতে সমস্যা কোথায়? আর মুসলিম হিসাবে ৪টে বিয়ে তো করাই যায়। বিয়ে করে স্ত্রীদের খরচ চালানোর ক্ষমতা আছে নায়কদের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না করাই উচিত।’

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সলমন, সেই মুহূর্তের সাক্ষী থাকুন আপনিও…

আরও পড়ুন-কলকাতায় সলমন, বিমানবন্দরে নামতেই, 'ভাইজান' বলে চিৎকার জুড়লেন অনুরাগীরা, দেখুন সেই মুহূর্ত…

এদিকে বাংলাদেশের নামী খলনায়ক ডিপজলের মন্তব্যের পরই সোশ্য়াল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন বুবলী। শাড়ি পরে সেজেগুজে গাছের ঢাল ধরে দাঁড়িয়ে বেশকিছু ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশানে লেখেন, ‘খুশি আমাদের নিজেদের উপরই নির্ভর করে।’

বুবলীর এই পোস্টের পরই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনুরাগীরা মনে করছেন, অভিনেত্রীর এই মন্তব্য হয়ত শাকিব কিংবা খলনায়ক ডিপজলকে নিয়েই।

প্রসঙ্গত সাম্প্রতিক বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছেব, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।' আর এরপরই স্বামী ও ছেলের বাবাকে নিয়ে লম্বা পোস্ট করেন বুবলী।  লিখেছিলেন, 'কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !!’ মনে করিয়ে দিয়েছিলেন, তাঁদের এখনও ডিভোর্স হয়নি। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন