সদ্যই পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়ি। বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে পরিপাটি করে সাজানো সেই বাড়ি পুড়ে ছাই হওয়ার পর সেখানে রেকর্ড করা শেষ ভিডিয়ো এদিন এই ব্যান্ডের তরফে প্রকাশ্যে আনা হল।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনের ভ্রুকুটি সিনেমাতেও! উত্তাল বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য স্থগিত পদাতিকের মুক্তি
আরও পড়ুন: প্রিয়াঙ্কা নয়, 'কাছের মানুষ'-এর সঙ্গে ফের ধরা দিলেন রাহুল! রুকমাকে পাশে নিয়ে লিখলেন কী?
কী জানানো হল জলের গানের তরফে?
ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেষ গানের ভিডিয়ো পোস্ট করে জলের গান ব্যান্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এটা যে কেবল রাহুল আনন্দের বাড়ি ছিল সেটাই নয়। একই সঙ্গে এটা এই ব্যান্ডের অফিসিয়াল স্টুডিও-ও ছিল। সেখানেই তাঁরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, রেকর্ড করতেন, করতেন মিক্সিং, এডিটিং এবং অন্যান্য কাজ।
রাহুল আনন্দের বাড়ির দরজা যে সবসময় সবার জন্য খোলা থাকত সেই কথাও এদিন জানাতে ভোলা হয় না এই পোস্টে। এক সঙ্গে মনে করিয়ে দেওয়া হয় ফ্রান্সের রাষ্ট্রপতি গত বছর বাংলাদেশে এসে তাঁর বাড়ি এসেছিলেন। সেই পোস্টে তাঁরা আরও লেখেন, 'এই বাদ্যযন্ত্র যেগুলো পুড়ে গেল সেগুলো কি খালি জলের গানের ছিল? একেবার নয়ন এগুলো সেই সব তরুণ মিউজিশিয়ানদের বিশ্বাস যে আমরা আমাদের বাদ্যযন্ত্র বানাতে পারব। এই বাদ্যযন্ত্রগুলোর শব্দ খালি বাংলাদেশে শোনা যেত। কিন্তু আমাদের ব্যান্ড, আমাদের সমস্ত নথি, রাহুল দার বাড়ির আসবাব পত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা হয়তো ওঁর ছেলে ললিত কখনই ভুলতে পারবে না।'
কী ঘটেছে সেখানে?
এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয় রাহুল আনন্দের বাড়ির। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে রাহুল আনন্দের বাড়ি। আরেকটি পোস্টে জলের গানের গায়কের ছবি পোস্ট করে লেখা হয়, 'রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হয়েছে এবং তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।' আরও এক ব্যক্তি এদিন রাহুল আনন্দের পরিপাটি সাজানো গোছানো বাড়ির আগের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটি দেওয়াল, কোণ জুড়ে রাখা নানা রকমের বাদ্যযন্ত্র, কিন্তু এখন সব ছাই। বাংলাদেশে বর্তমানে হিন্দুদের উপর যে আক্রমণ চালানো হচ্ছে সেটারই কিছুটা পরিণাম দেখল রাহুল আনন্দের বাড়ি।