বাংলা নিউজ > বায়োস্কোপ > Cannes Film Festival: লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে! বাঙালি পরিচালককে নিয়ে হৈচৈ

Cannes Film Festival: লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে! বাঙালি পরিচালককে নিয়ে হৈচৈ

লুঙ্গি পরে কানের রেড কার্পেটে বাঙালি। 

কান শুনলেই আমাদের সকলের চোখে ভেসে ওঠে হাল ফ্যাশনের পোশাকে রেড কার্পেটে হাঁটছেন। কিন্তু এক বাঙালি পরিচালক লুঙ্গি পরে হেঁটে সবাইকে চমকে দিলেন। 

চলছে কান চলচ্চিত্র উৎসব। সারা বিশ্বের সিনেপ্রেমীরা জড়ো হয়েছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে। তবে বাংলাদেশের পরিচালক অরণ্য আনোয়ারের রেড কার্পেটের পোশাক নিয়ে এখন চলছে চর্চা। ‘মা’ ছবির প্রিমিয়ারে কানে গিয়েছিলেন ছবির পরিচালক অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি। তবে সকলের নজর কাড়লেন পরিচালক-প্রযোক জুটি লুঙ্গি পরে। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

পুলক লেখেন ‘মা’ ছবির লোগো দেওয়া কালো টি শার্ট, সঙ্গে নীল লুঙ্গি। কোমরে গামছা। মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা। আর অরণ্য বেছে নেন হলুদ রঙের পঞ্জাবির সঙ্গে হলুদ লুঙ্গি। 

বাংলাদেশের সংবাদমাধ্যমকে আনোয়ার জানান, ‘লুঙ্গি আর পাঞ্জাবি পরার কারণ হচ্ছে, আমাদের পূর্বপুরুষের পোশাক ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবি। আমার মাথায় আসে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, এখানে আমি যেন আমার ঐতিহ্যকে তুলে ধরতে পারি। এরকম অসাধারণ একটা সুযোগ হারাতে চাইনি। আর এই সুয়োগকে কাজে লাগাতে আমি লুঙ্গি এবং আমার সিনেমার লোগো খচিত পাঞ্জাবি পরি। আর আমার ছবির পার্টনার পুলক কান্তি টি–শার্ট আর মাথায় জাতীয় পতাকা বাঁধেন।’

অরণ্য আনোয়ার আরও জানান, ‘তাঁর একবারও মনে হয়নি সেখানে কেউ আমার দিকে তাকিয়ে আছে। অনেকেই অনেকরকম পরে এসেছিল। এখানে আসলেই কেউ কারও দিকে তাকায় না। দূর থেকে কেউ আমার দিকে তাকিয়েছিল কি না আমি জানি না, আমার জ্ঞাতসারে তো কাউকে আমার পোশাক নিয়ে কটাক্ষ করেনি।’

প্রসঙ্গত, কানে এবার ডেবিউ করেছেন একগুচ্ছ ভারতীয় তারকা। সেই তালিকায় রয়েছেন সারা আলি খান, এশা গুপ্তা, মনুষী চিল্লর, অনুষ্কা শর্মারা। তবে পোশাক নিয়ে এবার সবচেয়ে কটাক্ষ শুনতে হয়েছে ঐশ্বর্যকে। ওভার সাইজ হুড দেওয়া রুপোলি-কালো চকচকে গাউন পরেছিলেন বিশ্বসুন্দরী। কোমরের কাছে ঝুলছিল একটি সুবিশাল কালো রঙা 'বো'। ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়েল অফ ডেস্টিনি’র স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন রাই সুন্দরী। আর অভিনেত্রীর এই পোশাক নিয়ে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া একাধিক মিমে। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.