প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর জটিলতায় আটকে রয়েছে বাংলাদেশি ছবি ‘শনিবারের বিকেল’। এই ছবি নিয়ে একাধিকবার নেটমাধ্যমের পাতায় সরব হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ‘শনিবারের বিকেল’-এর পরিচালকও।
পরিচালক ফারুকি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টিং উল্লেখ করে লিখেছেন, অনৈতিক ভাবে তাঁর ছবিটি আটকে রাখা হয়েছে। শুক্রবার ফেসবুকের পাতায় পরিচালক লেখেন, 'ভাবমূর্তি এবং অন্যান্য বিষয়ে বানোয়াট কথার উত্তরে ছোট করে কিছু ফিডব্যাক শেয়ার করবো। প্রথমেই দ্য হলিউড রিপোর্টার থেকেঃ
দুঃখজনক কথা হচ্ছে সিনেমাটা বাংলাদেশে ব্যান করা হয়েছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করার আশংকায়। কিন্তু সিনেমাটা দেখে যেটা বোঝা যায়, সেটা হলো এই ছবি যদি কিছু করতে পারে সেটা হলো বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে পারে। এমনকি ধর্মীয় সহিষ্ণুতার ব্যাপারেও সিনেমাটা জোরালো আবেদন তৈরি করে'।
আরও পড়ুন: সাদা বরফে ঢেকেছে মানালির বাড়ি, মায়ের হাতে লাড্ডু, আর কী মিস করছেন কঙ্গনা জানেন

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টের স্ক্রিনগ্র্যাব
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার গল্পের প্রেক্ষাপটে ‘শনিবার বিকেল’। বিদেশে সিনেমাটির প্রদর্শনী হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় এখনও ওপার বাংলার দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাননি। ছবিটি নিয়ে বাংলাদেশের বিতর্ক পুরনো। এর আগেও একাধিকবার সংবাদমাধ্যমের সামনে সরব হতে দেখা গিয়েছে ফারুকীকে।
এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারুকী। তিনি লেখেন, ‘শুধু এইটুকুই বলতে চাই, অনেক হয়েছে! এবার ক্ষান্ত দিই আসেন। শাক দিয়ে মাছ ডাকা যাবে না কারন আমরা শাকও চিনি, লুকিয়ে থাকা মাছও চিনি। আর কোনও কথা নাই। দাবি একটাই। ফারাজ মুক্তির আগেই শনিবার বিকেল মুক্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ফিল্মমেকার, শিল্পী, সবেচেয়ে বড় কথা আমাদের সবার আত্মমর্যাদার প্রশ্ন'।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টের স্ক্রিনগ্র্যাব
আরও লিখেছেন, ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম’। বাংলাদেশের সেন্সর বোর্ডের কাছে পরিচালকের দাবি, ফেব্রুয়ারি মাসের ২ তারিখের আগেই এই ছবির মুক্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি সহ আরও অনেকে।