বাংলা নিউজ > বায়োস্কোপ > Imran Music Video: বাংলাদেশের গায়ক ইমরানের কণ্ঠে নতুন গান, অভিনয়ে এপার বাংলার বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা

Imran Music Video: বাংলাদেশের গায়ক ইমরানের কণ্ঠে নতুন গান, অভিনয়ে এপার বাংলার বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা

ওপার বাংলার গায়ক ইমরানের কণ্ঠে নতুন রোম্যান্টিক গানের শ্যুটিং শুরু হবে 

Imran Music Video: ওপার বাংলার গায়ক ইমরান মাহমুদুলের কণ্ঠে নতুন গান। অভিনয় করছে এপার বাংলার বিগ বস খ্যাত স্যান্ডি ও দিশা। পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটির শ্যুটিং হবে কাশ্মীরের আউটডোর লোকেশানে।

এ বারে দুই বাংলার নতুন প্রোজেক্টের মধ্যমণি গায়ক ইমরান মাহমুদুল। ‘তুমি কেমন করে’ নামে নতুন রোম্যান্টিক গানটি গেয়েছেন গায়ক ইমরান। শ্যুটিং শুরু হবে কাশ্মীরের লোকেশানে। গানটির ভিডিয়ো পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরি।

পুরোপুরি ভিন্ন ধরনের এই মিউজিক ভিডিয়োয় অভিনয় করছেন ‘বিগ বস’ খ্যাত স্যান্ডি রং ও দিশা। পরিচালক ঋষি রায়চৌধুরি জানান, ‘ইমরানের গানে এপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করবে। পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটির শ্যুটিং হবে কাশ্মীরের আউটডোর লোকেশানে। ইমরান বাংলাদেশের একজন সুপারস্টার সিঙ্গার, আশা করছি এই নতুন গানটা দর্শকদের খুব মনে ধরবে’। ইতিমধ্যেই শ্যুটিংয়ের টিম কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

<p>নতুন এই মিউজিক ভিডিয়োয় অভিনয় করছেন ‘বিগ বস’ খ্যাত স্যান্ডি রং ও দিশা।</p>

নতুন এই মিউজিক ভিডিয়োয় অভিনয় করছেন ‘বিগ বস’ খ্যাত স্যান্ডি রং ও দিশা।

<p>পরিচালক ঋষি রায়চৌধুরি</p>

পরিচালক ঋষি রায়চৌধুরি

গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন লিনকন। আদির প্রযোজনাতে মুক্তি পাবে এই মিউজিক ভিডিয়ো। গানটির পরিচালনার সঙ্গে কোরিওগ্রাফিও করছেন স্বয়ং পরিচালক ঋষি রায়চৌধুরি। সিনেমাটোগ্রাফি করছেন আবির দত্ত।

গায়ক ইমরান জানিয়েছেন, ‘ভারতীয় প্রোডাকশনের সঙ্গে এটা আমার কাজ। পরিচালক ঋষির সঙ্গে আমার প্রথম কাজ, আশা করছি খুব ভালো হবে কাজটা। এর আগে লিনকন এর সঙ্গে অনেক কাজ হয়েছে। গানটার সুর অনবদ্য, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান’।

বন্ধ করুন