বাংলাদেশ যে বর্তমানে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বারংবার হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসছে। গ্রেফতার করা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসকে। এবার সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের জনপ্রিয় কবি ফরহাদ মজহার।
কী ঘটেছে বাংলাদেশে?
বাংলদেশে যে ক্রমাগত হিন্দু নিপীড়ন, সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা প্রকাশ্যে আসছে সেই বিষয়ে এদিন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মহম্মদ ইউনূস। সেই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। আর এই বৈঠকেই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে রীতিমত একের পর এক প্রশ্ন করেন কবি ফরহাদ মজহার। সেখানেই তিনি ইউনূসকে জিজ্ঞেস করেন চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার কেন করা হল? এই গ্রেফতারির নেপথ্যে কোন আইনি কারণ ছিল?
আরও পড়ুন: বাংলা গানে না, শ্রোতাকে ভৎর্সনা ইমনের! ভিডিয়ো ভাইরাল হতেই বললেন, 'সমানে বিরক্ত করছিল, আবার যদি...'
সেখানে যখন জানানো হয় যে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আছে তখন ফরহাদ মজহার বলেন, 'ওঁর বক্তব্য শুনেছি। ওঁর মতের সঙ্গে আমার মতের মিল নাই থাকতে পারে। কিন্তু ওঁর কথা শুনে ওঁকে কখনও আমার রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক নন বলে মনে হয়নি।' এদিন কবি আরও জানান, 'চিন্ময়কৃষ্ণ দাসকে এর আগেও একাধিক রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু নিজের বক্তব্য রাখার অধিকার তো ওঁর আছে।'
কেবল এই বৈঠকে মহম্মদ ইউনূসকে যে তিনি এই প্রশ্নগুলো করেছেন সেটা নয়, একই সঙ্গে এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারেও তিনি জানিয়েছেন ওপার বাংলায় যে হিন্দু নিপীড়নের ঘটনা ঘটছে সেটা মিথ্যে নয়। তিনি জানিয়েছেন, 'গরীব মানুষের উপর আঘাত নেমে আসছে। সংখ্যালঘু নির্যাতন হয়নি এ কথা অস্বীকার করা যাবে না।'