এদিন ভারত থেকে গ্রেফতার করা হল বাংলাদেশি পর্ন তারকা রিয়া বারদেকে। মহারাষ্ট্র থেকে এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে তিনি বেআইনিভাবে ভারতে থাকছিলেন। আর সেই কারণেই এই ব্লু ফিল্ম স্টারকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: 'ইমারজেন্সির কিছু দৃশ্য বাদ দিলে....' আদালতকে কঙ্গনার ছবিকে ছাড়পত্র দেওয়ার কোন শর্ত জানাল সেন্সর বোর্ড?
আরও পড়ুন: মিউজিক ভিডিয়োতে বেআইনিভাবে সাপের ব্যবহার! এবার এলভিস যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
আর কী আপডেট পাওয়া গেল?
জানা গিয়েছে বাংলাদেশের ব্লু ফিল্মের খ্যাতনামা অভিনেত্রী হলেন রিয়া বারদে। যদিও তিনি আরোহি বারদে, বান্না শেখ ইত্যাদি নামেও পরিচিত ওপার বাংলার অ্যাডাল্ট ফিল্ম দুনিয়ায়। এদিন মহারাষ্ট্র পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে তাঁর থেকে জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে, যদিও সেটা তৎক্ষণাৎ পুলিশের তরফে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই রিয়া বারদের উপর নজর ছিল। সন্দেহ ছিল। অবশেষে এদিন জাল পাসপোর্ট সহ অন্যান্য জিনিস সমেত পুলিশ গ্রেফতার করেন রিয়া বারদেকে।
কীভাবে জানা গেল রিয়া অবৈধ ভাবে ভারতে আছেন?
জানা গিয়েছে রিয়ার এক বন্ধু প্রশান্ত মিশ্রই নাকি পুলিশের কাছে প্রথম খবর পৌঁছে দেন যে রিয়া অবৈধ ভাবে এখানে থাকছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ এসে বাংলাদেশের এই পর্ন তারকাকে গ্রেফতার করে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়েও করেছেন। তবে রিয়াকে গ্রেফতার করা হলেও তাঁর মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ। তাঁদের সন্ধান শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: কার্তিক আরিয়ানের অনুপ্রেরণাতেই প্যারালিম্পিক্সে সোনা জয় নভদীপের! কী জানালেন অ্যাথলিট?
রিয়ার বিরুদ্ধে আপাতত রিয়া ওরফে বান্না শেখের নামে ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ এ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। পর্ন তারকার থেকে যে সমস্ত কাগজ, নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। রিয়ার থেকে অন্যান্য বিষয়ে আর কিছু জানা যায় কিনা সেই চেষ্টাও করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।