বাংলা নিউজ > বায়োস্কোপ > Kumar Biswajit's Son: দুরন্ত গতির বলি ৩, অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কুমার বিশ্বজিতের ছেলে

Kumar Biswajit's Son: দুরন্ত গতির বলি ৩, অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কুমার বিশ্বজিতের ছেলে

অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কুমার বিশ্বজিতের ছেলে

Kumar Biswajit's Son: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশি গায়ক কুমার বিশ্বজিতের ছেলে। অতি সংকটজনক অবস্থা তাঁর। জীবন বাঁচাতে আরও দুটি অস্ত্রপ্রচারের প্রয়োজন।

বাংলাদেশি গায়ক কুমার বিশ্বজিতের ছেলে, নিবিড় কুমার ভয়ঙ্কর একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। কানাডার টরেন্টোতে পথ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। এই দুর্ঘটনার কারণে তাঁর দেহের একাধিক অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তাঁকে টরেন্টোর একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ইতিমধ্যেই একটি অস্ত্রপ্রচার করা হয়েছে নিবিড় কুমারের। জানা গিয়েছে প্রাণ বাঁচাতে আরও দুটি অস্ত্রপ্রচার করতে হবে। কিন্তু সেগুলো কবে হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আপাতত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

প্রথম আলোর তরফে জানানো হয়েছে যে, তাঁর প্রথম অস্ত্রপ্রচারের পর চিকিৎসকরা আপাতত ১৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে নিবিড় কুমারের প্রাণ কোনও মতে বেঁচে গেলেও এই দুর্ঘটনায় আরও তিন বাংলাদেশি ছাত্র মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টায় এই ঘটনাটি ঘটে। নিবিড়ই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এর ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা হল শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, এবং আরিয়ান দীপ্ত। এমনই খবর জানিয়েছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। যদিও সেই দেশের পুলিশ বা গণমাধ্যমের তরফে কোনও ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে মৃতদের বয়স সহ নিবিড়ের বয়স প্রকাশ্যে আনা হয়েছে।

নিবিড়ের দুর্ঘটনার কথা জানতেই কুমার বিশ্বজিৎ এবং তাঁর স্ত্রী নাঈমা সুলতানা কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। ছেলের কাছে পৌঁছানোর আগে তিনি সকলকে বলেছেন যে তাঁরা যেন তান ছেলের সুস্থতা কামনা করেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ডার্বিতে মোহনবাগানের রক্ষণের বড় ভরসা রদ্রিগেজ, কোচকে চিন্তায় রাখছে চোট আসছে করবা চৌথ ২০২৪! ৫ মহাযোগে বৃষ সহ বহু রাশি লাকি, গাড়ি কিনতে পারেন কারা? বাবা যখন মেয়ে! মঞ্চে তাঁকে দেখে সন্তানরা কি চমকে গিয়েছিল? কী বললেন ক্রুষ্ণা ADHD-তে আক্রান্ত আলিয়া! কী এই রোগ, কাদের হয়? কীই বা লক্ষণ মোবাইলে আসক্তি, মায়ের বকুনি খেয়ে চরম পদক্ষেপ, মুম্বইয়ে আত্মঘাতী কিশোরী ‘কত ন্যাকামি দেখব! ডাক্তারদের অনশন তো এখন হাসপাতাল পর্যন্ত,’ এবার বেলাগাম কল্যাণ আশ্বিনেই সায়নদীপের সঙ্গে বিয়ে সেরেছেন, দেবীবরণে নতুন বউ রূপসা উৎসবে ছিলেন না, তবে দশমীতে ঘরোয়া আড্ডায় শোভন-সোহিনী-স্বস্তিকা-শ্রাবন্তীরা 'ডাক্তারদের ১০টির মধ্যে ৭ দাবিই পূরণ রাজ্যের', দ্রোহের কার্নিভালে মুখ্যসচিবও? 'জি লে জারা' কবে আসছে? ভক্তদের প্রশ্নের জবাবে এবার কী জানালেন আলিয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.