বাংলাদেশি গায়ক কুমার বিশ্বজিতের ছেলে, নিবিড় কুমার ভয়ঙ্কর একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। কানাডার টরেন্টোতে পথ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক। এই দুর্ঘটনার কারণে তাঁর দেহের একাধিক অংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তাঁকে টরেন্টোর একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই একটি অস্ত্রপ্রচার করা হয়েছে নিবিড় কুমারের। জানা গিয়েছে প্রাণ বাঁচাতে আরও দুটি অস্ত্রপ্রচার করতে হবে। কিন্তু সেগুলো কবে হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আপাতত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেই জানা গিয়েছে।
প্রথম আলোর তরফে জানানো হয়েছে যে, তাঁর প্রথম অস্ত্রপ্রচারের পর চিকিৎসকরা আপাতত ১৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। তবে নিবিড় কুমারের প্রাণ কোনও মতে বেঁচে গেলেও এই দুর্ঘটনায় আরও তিন বাংলাদেশি ছাত্র মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টায় এই ঘটনাটি ঘটে। নিবিড়ই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এর ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। যাঁরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা হল শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, এবং আরিয়ান দীপ্ত। এমনই খবর জানিয়েছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। যদিও সেই দেশের পুলিশ বা গণমাধ্যমের তরফে কোনও ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে মৃতদের বয়স সহ নিবিড়ের বয়স প্রকাশ্যে আনা হয়েছে।
নিবিড়ের দুর্ঘটনার কথা জানতেই কুমার বিশ্বজিৎ এবং তাঁর স্ত্রী নাঈমা সুলতানা কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। ছেলের কাছে পৌঁছানোর আগে তিনি সকলকে বলেছেন যে তাঁরা যেন তান ছেলের সুস্থতা কামনা করেন।