সোমবার ছাত্র আন্দোলনের কাছে মাথা নত করে পদত্যাগ করেন শেখ হাসিনা। এখানেই শেষ নয়, তিনি পালিয়ে আসেন ভারতে। আপাতত এদেশেরই সেফ হাউজে রয়েছে। ব্রিটেন হাসিনাকে মাথা গোঁজার জায়গা দিতে অস্বীকার করেছে বলে খবর। তিনি ইউরোপে যেতে পারেন বলেও শোনা যাচ্ছে। এদিকে সোমবার থেকে অবাধে লুঠতরাজ চলেছে ওপার বাংলাতে।
হাসিনার পদত্যাগের পরই গণভবনে হামলা চালায়, সে দেশের মানুষরা। বিপ্লবের নাম করে সরকারি জিনিস চুরি করা হয়। কী ছিল না তাতে, ডিওর-এর লাক্সারি ট্রলি ব্যাগ, দামি দামি শাড়ি থেকে শুরু করে হাসিনার ব্রা, বাথরুমের কোমোড, বালিশ-বিছানা, কী না নিয়ে যায়নি আমজনতা।
আরও পড়ুন: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী
বেশ কিছু ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তার মধ্যে একটি পোস্টে দেখা গেল বাংলাদেশী এক মহিলা বেশ গুছিয়ে বসেন খাটের উপরে। সামনে সাজানো বেশ কিছু জিনিস। তার মধ্যে রয়েছে একটি টি পট, কয়েকটি কাপ আর একটি সোনার চেন। সেই মহিলা বেশ গর্বের সুরেই জানালেন, কপাল জেরে হাসিনার সোনার চেনখানা তাঁর হাতে এসে গিয়েছে। সঙ্গে বেশ দুঃখ করে বললেন, দামি জামদানি আনারও ইচ্ছে ছিল তাঁর। কিন্তু আর সবার সঙ্গে মারামারিতে পেরে ওঠেননি। সঙ্গে কতগুলো ট্রে-ও দেখালেন, যা এনেছেন গণভবন থেকে। তবে সেগুলি কীভাবে ব্যবহার করে তা জানেন না!
বাড়ি ফিরে স্নান করেই বসে গিয়েছেন ভিডিয়ো করতে। যাতে নিজের সব ফলোয়ার্সের সঙ্গে এই প্রাপ্তি ভাগ করে নিতে পারেন। দেখুন সেই পোস্ট-
এই ভিডিয়োর কমেন্ট সেকশনে এক নেটিজেন লেখেন, ‘আপনি এগুলি ফেরত দিয়ে আসুন। তারপর আরেকটা ভিডিয়ো করে ক্ষমা চান।’ দ্বিতীয়জন লেখেন, ‘আপু কিছু বলার ভাষা নেই, আপনার খুশি লাগছে আর আমার কষ্ট লাগছে সামনের দিন গুলোতে কি পরিস্থিতি হবে দেশের ভেবে। আর আমি কখনও গণভবনের জিনিস সামনে পরে থাকলেও ধরতাম না।’
আরও পড়ুন: রয়েছে ৩টি শো, অশান্ত বাংলাদেশ যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা অদিতি মুন্সি
তৃতীয়জন লেখেন, ‘আপনাকে ধন্যবাদ যে আমরা একজন চোরকে দেখতে পেয়েছি। এটা কি আপনার পারিবারিক শিক্ষা ছি, ছি। চুরি করেছেন লজ্জা থাকা দরকার।’
শুধু লুঠতরাজ নয়, অবাধে হত্যা চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে। ১৫০জনের বেশি মানুষ মারা গিয়েছেন বলে শোনা যাচ্ছে। হিন্দু মন্দির ভাঙা চলছে, হিন্দুদের উপর হামলার খবরও আসছে। যা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আপাতত সেনাবাহিনীর হাতে রয়েছে দেশের ক্ষমতা।