কয়েকদিন ধরেই ফেসবুকের পাতায় ‘অদ্ভুত’ রকমের পোস্ট করছিলেন লেখিকা তসলিমা নাসরিন। কখনও তাঁর পোস্টে উল্লেখ করেছেন মরণোত্তর দেহ হাসপাতালে দান করার কথা, আবার কখনও লিখেছেন, তাঁর মৃত্যু হয়েছে। এসবের মধ্যেই হাসপাতাল থেকে ছবি পোস্ট করেছেন তিনি।
রবিবার রাতে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। সেখানে দেখা যাচ্ছে, তিনি কোনও এক হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। পাশে পাঁচ জন দাঁড়িয়ে। অপর ছবিতে তাঁর চিকিৎসা চলছে তা দেখা যাচ্ছে। লেখিকা নেটমাধ্যমের পাতায় এই ছবি পোস্ট করতেই কমেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন শুভনুধ্যায়ীরা। অনেকেই জিজ্ঞেস করেছেন, কী হয়েছে তাঁর। যদিও ছবি দুটি শেয়ার করে কোনও কিছু লেখেননি তসলিমা। ফলে লেখিকার অনুরাগীরা আরও বিভ্রান্ত হয়ে পড়েছেন।
আরও পড়ুন: নেপাল বিমান দুর্ঘটনায় নিহত লোকশিল্পী নীরা ছান্তিয়াল

তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট
এ দিন সকালে নেটমাধ্যমের পাতায় আরও কয়েকটি ছবি পোস্ট করেছিলেন লেখিকা। সেখানে দেখা গিয়েছে ২০১৮ সালে দিল্লির এইমসে মরণোত্তর দেহদান করেছেন তিনি। একটি নথিতে লেখা, তাঁর মৃত্যুর পর যেন হাসপাতালে খবর দেওয়া হয়। কারণ তাঁর দেহ দান করে রেখেছেন।
শনিবার একটি ফেসবুক পোস্টে তসলিমা লিখেছিলেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’ ঠিক তার আগেই একটি বিভ্রান্তকর পোস্টে লিখেছিলেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’ যদিও নিজের মৃত্যু নিয়ে লেখা এ ফেসবুক পোস্টের কোনো ব্যাখ্যা দেননি তসলিমা নাসরিন।
রবিবার রাতে ‘বডি ডোনার পকেট কার্ড’ সহ একাধিক নথির ছবি ফেসবুকের পাতায় পোস্ট করেছেন তসলিমা। আগে অবশ্য জানা যায়, তসলিমা ওজন কমাচ্ছেন। একটি ছবি পোস্ট করে তসলিমা লিখেছিলেন, অনেক চেষ্টা করে আট মাসে ওজন ৮০ কেজি থেকে পঞ্চাশের ঘরে এনেছেন। এখানেই অনেকের প্রশ্ন, দ্রুত ওজন কমিয়ে ফেলার প্রক্রিয়া মানার কারণেই কি অসুস্থ হয়ে পড়লেন লেখিকা?
তসলিমার অসুস্থতার খবরে অনেকে ধারণা করছেন, ওজন কমানোর চেষ্টা থেকেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন এই লেখিকা। কমেন্ট বক্সে সেই ধারণার কথাই জানিয়েছেন নেটিজেনরা।