বাংলা নিউজ > বায়োস্কোপ > Azmeri Haque Badhon: বিশাল ভরদ্বাজের ছবিতে বাঁধন, পর্দায় এক ঝলক দেখেই অনুরাগীরা ভুলতে পারছেন না

Azmeri Haque Badhon: বিশাল ভরদ্বাজের ছবিতে বাঁধন, পর্দায় এক ঝলক দেখেই অনুরাগীরা ভুলতে পারছেন না

বাঁধন

Azmeri Haque Badhon: বলিউডের ছবিতে বাঁধন। রীতিমতো চমকে দিয়েছেন এক ঝলকেই। 

বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের সিনেমায় কাজ করেছেন ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবিটি নেটফ্লিক্সের জন্য নির্মিত— তথ্যগুলো সবারই জানা। নতুন খবর হল, সোমবার বিকেলে নেটফ্লিক্সের সেই ছবির টিজার প্রকাশিত হয়েছে।

বলিউডের ‘হায়দার’ খ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমার নাম ‘খুফিয়া’। সোমবার বিকেলে নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে এর টিজার। যেখানে অন্যান্য বলিউড তারকার সঙ্গে এক ঝলক দেখা গেছে বাঁধনকেও।

‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু ও আলী ফজল। তাদের ছাড়াও টিজারে আশিষ বিদ্যার্থী এবং ওয়েব সিরিজ ‘গ্রহণ’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে দেখা গেছে।

নেটফ্লিক্সের সিনেমায় বাঁধনকে শাড়ি পরা বাঙালি লুকেই দেখা গেছে। তার উপস্থিতির কারণে ‘খুফিয়া’ বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দর্শক অনুরাগীদের কাছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনকে অভিনন্দন জানিয়ে দেশের অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সাধারণ দর্শকও পৌনে এক মিনিটের ‘খুফিয়া’র টিজার শেয়ার করছেন।

নতুন ছবি বাঁধন। 
নতুন ছবি বাঁধন। 

‘খুফিয়া’ ছবিটি মূলত সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। টিজার প্রকাশ্যে এলেও সিনেমাটি কবে নেটফ্লিক্সে দেখা যাবে, তা জানা যায়নি।

এরআগে একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন