বাংলা নিউজ > বায়োস্কোপ > Banita Sandhu: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিতা

Banita Sandhu: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিতা

বনিতা সান্ধু ও এপি ধিলোন

বনিতা সান্ধু নাকি ডেটিং করছেন এপি ধিলোনের সঙ্গে? এপি ধিলোনের মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সেখানে বনিতার দেখা গিয়েছিল। আর তারপর থেকেই থেকেই তাঁদের নিয়ে শুরু হয়েছিল প্রেমের গুঞ্জন। তবে এই বিষয়ে বনিতা বা এপি ধিলোন কেউই মুখ খোলেননি। এমন কী এক সাক্ষাৎকারে নায়িকা এই ব্যাপারটা এড়িয়েও গিয়েছিলেন।

বনিতা সান্ধু নাকি ডেটিং করছেন এপি ধিলোনের সঙ্গে? এপি ধিলোনের মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সেখানে বনিতার দেখা গিয়েছিল। আর তারপর থেকেই থেকেই তাঁদের নিয়ে শুরু হয়েছিল প্রেমের গুঞ্জন। তবে এই বিষয়ে বনিতা বা এপি ধিলোন কেউই মুখ খোলেননি। এমন কী এক সাক্ষাৎকারে নায়িকা এই ব্যাপারটা এড়িয়েও গিয়েছিলেন।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকার চলাকালীন বনিতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। বিবিসি এশিয়ান নেটওয়ার্ক এপি ধিলোনের প্রসঙ্গ তুলে, নায়িকা তাঁর সঙ্গে ডেটিং করছেন কিনা এই প্রশ্ন জানতে চাওয়া হয়। সাংবাদিক তাঁকে জিজ্ঞাসা করেন, 'আপনি কি ওঁর সঙ্গে রয়েছেন?' এই প্রশ্ন শুনে নায়িকা বলেন, 'আমি এখন আপনার সঙ্গে আছি।' তাঁর এই উত্তরে সাংবাদিক বলেন 'সুন্দর জুটি', আর এই কথাই শুনেই প্রত্যুত্তরে বনিতা বলেন, 'এটা খুব মিষ্টি ছিল। ধন্যবাদ।'

আরও পড়ুন: শুধু সোনাক্ষী নন, তাঁর হবু বরও বি-টাউনে পা রাখেন সলমনের হাত ধরে! জানেন কীভাবে? দেখে নিন

তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালে এপি ধিলোনের মিউজিক ভিডিয়ো প্রকাশ পেতে। কারণ সেখানে বনিতাকে দেখা গিয়েছিল। পাশাপাশি গানটিও ছিল বেশ র‍্যোমান্টিক। আর সেই গুজবকে আরও উস্কে দিয়েছিলেন নায়িকা স্বয়ং। এপি ধিলোনের গানের ভিডিয়োটি মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যে বনিতা গায়কের সঙ্গে একটি হোটেলের ঘরে, তাঁদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছিল। তা দেখে অনেকেই ধরে নেন যে তাঁরা পাকাপাকি ভাবে প্রেম করছেন।

প্রসঙ্গত, বনিতা একজন ব্রিটিশ-ভারতীয় অভিনেতা। তিনি ইউনাইটেড কিংডমের ওয়েলসের বাসিন্দা। খুব অল্প বয়স থেকেই তাঁর অভিনয় জীবনের শুরু। প্রথমে তিনি মঞ্চাভিনেতা ছিলেন। স্থানীয় মঞ্চে বহু কাজ করেছেন। পরবর্তীতে শুরু করেন ছবির কাজ। সুজিত সরকারের 'অক্টোবর' ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। এই ছবির হাত ধরেই বি-টাউনে পা রাখেন বনিতা।

আরও পড়ুন: 'প্রতিদিন ২ লক্ষ টাকা…' শেফ থেকে মেকআপ আর্টিস্ট, তারকাদের অনর্থক চাহিদা নিয়ে সরব অনুরাগ

এরপর তাঁকে ধ্রুব বিক্রমের বিপরীতে তামিল ছবি 'আদিত্য বর্মা'তে দেখা যায়। এই ছবির মধ্যে দিয়েই তিনি তামিল ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। সিনেমাটি বিখ্যাত দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিজয় দেবেরকোন্ডা-শালিনী পান্ডে অভিনীত ছবি অর্জুন রেড্ডির রিমেক ছিল। বনিতা ব্রিটিশ ডার্ক কমেডি 'ইটারনাল বিউটি'-তেও অভিনয় করেছিলেন। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত সর্দার উধম-এও কাজ করেছেন।

বায়োস্কোপ খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.