মঙ্গলবার রাতেই জীবনকে 'আলবিদা' জানিয়েছেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন ‘ডিস্কো কিং’। বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পুরনো এক সাক্ষাৎকারে বাপ্পি দাবি করেছিলেন কীভাবে শাকিরা, বেয়ন্স, অ্যাকন-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা তাঁর স্টাইল নকল করেন!
২০০৯ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন 'ডিস্কো কিং'-কে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডাস্ট্রিতে তাঁর প্রতিদ্বন্দ্বীতার ব্যাপারে, এক মুহূর্ত না ভেবে তাঁর জবাব ছিল, 'এই মুহূর্তে নানান বিজ্ঞাপনের শ্যুটিং করছি, গান গাইছি, ছোটপর্দার রিয়েলিটি শো-তেওঁ হাজির হচ্ছি। তাছাড়া , ২-৩টি বড় মাপের ছবির সুর করার দায়িত্বও রয়েছে। তাদের মধ্যে একটি টাইগার শ্রফ এবং অন্যটি গোবিন্দার। সবমিলিয়ে দিব্যি আছি।'
এখানেই না থেমে বাপ্পিদা আরও বলেছিলেন, 'কিছুদিন আগে একটি রক শো করলাম। সেখানে যখন 'ঝুম ঝুম' গানটি গাইছিলাম দর্শক আনন্দে পাগল হয়ে উঠেছিল। ভেবে দেখতে হবে, গানটি তৈরি করেছিলাম আশির দশকে। এখনও মানুষ ভালোবাসে সেই গানটি। বলতে চাইছি, এইসব কিছুই করতে পারছি কারণ মানুষের ভালোবাসা রয়েছে বলেই। বলিউডে ছবির জগতে যেমন অমিতাভ বচ্চন তেমনই সুরের জগতে বাপ্পিদা। তবে অমিতাভ বচ্চন যদিও আমার থেকে ১২ বছরের বড়।'
প্রশ্ন রাখা হয়েছিল আন্তর্জাতিক স্তরে তাঁর প্রতিদ্বন্দ্বীতা নিয়ে। এতটুকুও না দ্বিরুক্তি না করে বাপ্পিদা বলেছিলেন, 'প্রতিদ্বন্দ্বীতার কোনও প্রশ্নই নেই। কিন্তু আন্তর্জাতিক স্টোরে এমন কিছু তারকা পারফর্মার রয়েছেন, যাঁরা আমার স্টাইল নকল করেন। মেয়েদের মধ্যে রয়েছেন বেয়ন্স, শাকিরা। অন্যদিকে, ছেলেদের মধ্যে নাম করা যায়, ৫০ সেন্ট, এমিনেম এবং অ্যাকন-এর। এই তো অ্যাকন-এর কথাই ধরা যাক, আইপিএল-এ পারফর্ম করতে এসেছিল। দেখলাম গোলাভর্তি আমার মতো হার পড়েছিল। ভালোই লাগল দেখে।'