২০০৮ সালে ইন্দ্রনীল সেনগুপ্তকে বিয়ে করেছিলেন বরখা। আর পাঁচজন সুখী দম্পতির মতোই কাটছিল তাঁদের জীবন। কিন্তু আচমকা ২০২২ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ ঘটে এই তারকা জুটির।
বরখা এবং ইন্দ্রনীলের একমাত্র কন্যা মিরা এখন প্রায় যুবতী। ১০ অক্টোবর ১৪ বছরে পদার্পণ করল সে। মেয়ের এই স্পেশাল তিনি মেয়েকে ভালোবাসা জানিয়ে একটি বড় পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে শুভেচ্ছা বার্তা জানিয়ে কী লিখলেন তিনি?
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ ১৪ তম জন্মদিন। তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। জীবনের প্রত্যেকটা দিন এইভাবে স্পেশাল হয়ে উঠুক। তুমি যতই বড় হও না কেন আমার কাছে চিরকাল ছোট হয়ে থাকবে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘তুমি আমার জীবনকে আনন্দ আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। আমাকে হাসাতে শিখিয়েছো। আমরা একে অপরের সঙ্গে কতটা ভালো সময় কাটিয়েছি তা এই ভিডিয়ো প্রমাণ। শুভ জন্মদিন আমার সন্তান।’
অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োয় কখনও মায়ের সঙ্গে বিদেশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ছোট্ট মীরাকে কখনও আবার দেখা যাচ্ছে বাড়িতে গানের তালে তালে নাচ করছেন মা মেয়ে। বোঝাই যাচ্ছে, ছোটবেলার বেশিরভাগ অংশ মায়ের সঙ্গে বেশ মজা করেই কেটেছে মীরার।
বরখা যে পোস্ট করেছেন, তার কমেন্ট বক্সে বহু অনুরাগী মীরাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। প্রসঙ্গত, বরখা শেষ অভিনয় করেছিলেন ২০২৪ সালে ‘খাদান’ ছবিতে। অভিনয়ের পাশাপাশি নিজের সন্তানকে নিয়েই সময় কেটে যায় তাঁর।
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত সর্বশেষ অভিনয় করেছেন ‘গুডবাই মাউন্টেইন’ ছবিতে। এছাড়া কাজলের সঙ্গে ‘মা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। টলি অভিনেত্রী ইশা সাহার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের গুঞ্জন শোনা যায় টলিউড অন্দরে, যদিও সে কথা স্বীকার করেননি ইশা বা ইন্দ্রনীল কেউই।