বাংলা নিউজ > বায়োস্কোপ > Basusree Cinema Hall: মালিকানা হস্তান্তর হতে চলেছে 'বসুশ্রী' সিনেমা হলের? খবর চাউর হতেই বিমর্ষ সকলে

Basusree Cinema Hall: মালিকানা হস্তান্তর হতে চলেছে 'বসুশ্রী' সিনেমা হলের? খবর চাউর হতেই বিমর্ষ সকলে

মালিকানা হস্তান্তর হতে চলেছে 'বসুশ্রী' সিনেমা হলের?

১৯৪৭-এর ১৯ ডিসেম্বর চালু হয়েছিল বসুশ্রী। দর্শকাসন মোট এক হাজার।হলটি উদ্ভোধনের দিন উদয়শঙ্করের কল্পনা এবং এমএস শুভলক্ষ্মীর ‘মীরা’ চলচ্চিত্রটি দেখানো হয়। ১৯৫৫ সালে এখানেই পথের পাঁচালীর প্রিমিয়ার হয়। অমিতাভ বচ্চনের ‘দো আনজানে’ ছবির শুটিংও হয়েছিল বসুশ্রী সিনেমা হলে।

‘বসুশ্রী’ সিনেমা হল। বাঙালীর কাছে একটি আবেগ বটে। কত ইতিহাসের সাক্ষী এই প্রেক্ষাগৃহ। পথের পাঁচালী-সহ বহু কালজয়ী ছবির প্রিমিয়ার হয়েছে হাজরা মোড়ের কাছে এই প্রেক্ষাগৃহে। সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও বসত এখানে। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে এর মালিকানা হস্তান্তর হবে।

একটা সময় ছিল যখন উদয়শঙ্কর, রবিশঙ্কর, মান্না দে, আল্লা রাখা, কিশোর কুমার, রাহুল দেব বর্মনের মতো খ্যাতনামা শিল্পীরা এসেছেন এই প্রেক্ষাগৃহে। কিন্তু আগের মতো দর্শক উপস্থিত হচ্ছেন না তাই লোকসানের মুখ দেখতে হচ্ছে মালিকদের। এই কারণেই বসুশ্রীকে অন্য একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছেন মালিকদের একাংশ। চলতি বছরে পুজোর আগেই ২০ বছর আগে বন্ধ হওয়া ‘গ্লোব’ সিনেমা হলের নতুন চেহারায় প্রত্যাবর্তন হতে চলেছে। তাই খুশি সকলেই। এই পরিস্থিতিতে বসুশ্রীর হাত বদলের খবর শুনে বিমর্ষ সকলেই।

আরও পড়ুন: (‘পুরুষ তারকাদের চড়া পারিশ্রমিক দেওয়া বন্ধ করতে হবে করণকে…’ তোপ জোয়ার)

১৯৪৭-এর ১৯ ডিসেম্বর চালু হয়েছিল বসুশ্রী। দর্শকাসন মোট এক হাজার। তার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে ৭০০টি এবং ব্যালকনিতে ৩০০টি আসন। হলটি উদ্ভোধনের দিন উদয়শঙ্করের কল্পনা এবং এমএস শুভলক্ষ্মীর ‘মীরা’ চলচ্চিত্রটি দেখানো হয়। ১৯৫৫ সালে এখানেই পথের পাঁচালীর প্রিমিয়ার হয়। অমিতাভ বচ্চনের ‘দো আনজানে’ ছবির শুটিংও হয়েছিল বসুশ্রী সিনেমা হলে।

বসুশ্রীর প্রতিষ্ঠাতা ছিলেন সত্যভূষণ বসু। এতে বিনিয়োগ করেছিলেন ইন্দ্রভূষণ বসু। ডিরেক্টর ছিলেন হিমাংশু বোস। পরবর্তীকালে বসুশ্রীর ডিরেক্টর হন নির্মলকুমার বসু। যিনি মন্টু বোস নামেও পরিচিত। এক সময়ে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা ছিলেন। সেই পরিবারের অন্যতম সদস্য সৌরভ বসু সংবাদসংস্থা ‘এই সময়’-কে বলেন, বসুশ্রী সিনেমা হলের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এখন আর সিনেমা হল চালিয়ে লাভ না হলেও। বসুশ্রী বিক্রি হয়ে যাক, সেটা চান না তিনি।তাঁদের পরিবারের কেউ কেউ হলটা বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু তিনি এর ঘোর বিরোধী।

আরও পড়ুন: (সদ্যই হারিয়েছেন মাকে, সঙ্গে আরজি কর কাণ্ডের রেশ, এবার পুজো হচ্ছে না সুদীপার বাড়িতে? কী জানালেন?)

কিন্তু বসু পরিবারেরই অপর এক সদস্যের মতে, টিকিট বিক্রি করে আর দোকান ভাড়া দিয়ে যা রোজগার হয়, তা দিয়ে খরচ উঠছে না। এখন মাল্টিপ্লেক্সের যুগ। বসুশ্রীকে মাল্টিপ্লেক্সে পরিণত করতে হলে অনেক টাকা বিনিয়োগ করতে হবে। সেটা তাঁদের পক্ষে সম্ভব নয়।

অভিনেতা ও নাট্যকর্মী কৌশিক সেনের মতে সব ক্ষেত্রে হল মালিকদের দোষ দিয়ে লাভ নেই। দর্শকরা যদি সেখানে গিয়ে বেসিক কমফর্ট না-পান, তা হলে সিনেমা হল বাঁচিয়ে রাখা মুশকিল। শুধু স্মৃতি আঁকড়ে থেকে কোনও লাভ হয় না সেই ক্ষেত্রে। 

বায়োস্কোপ খবর

Latest News

চৈত্র ২০২৫এ রয়েছে শনি অমাবস্যা! কত তারিখ, কখন থেকে শুরু তিথি? দেখে নিন IPL 2025 Purple Cap: বেগুনি টুপির দৌড়ে এগিয়ে নূর, সেরা ৭-এ KKR-এর কেউ আছেন কি? যাদবপুরে কোনও রাজনৈতিক নেতাকে নিয়ে মিটিং করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের যুদ্ধ আবহে ভারত সফরে আসবেন পুতিন! মোদীর সঙ্গে কোন সমীকরণের ইঙ্গিত? IPL 2025 Orange CAP: অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে ইশান, সেরা ৭-এ KKR-এর ডি'কক বিজেতা হিসেবে এগিয়ে, Indian Idol Finalist স্নেহা শঙ্করের বাবাও নামি গায়ক, চেনেন? বাংলাদেশের বিপক্ষে জঘন্য ফুটবল! হংকং ম্যাচের আগে তাইল্যান্ডে শিবির হবে সুনীলদের মঞ্চে নজর কাড়লেন দিশা পাটানি! IPL উদ্বোধনে কত ছিল পারিশ্রমিক? এল নয়া রিপোর্ট ১৪ এপ্রিল থেকে আবার বাজবে বিয়ের সানাই, দেখে নিন বিয়ের জন্য শুভ দিনের তালিকা তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ দলেরই বিধায়কের

IPL 2025 News in Bangla

‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রিয়ানের, RR-র কোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.