বাংলা নিউজ > বায়োস্কোপ > Arunita-Pawandeep Breakup: অরুণিতার মা-বাবার পছন্দ না পবনদীপ, মিউজিক ভিডিয়ো ফেরাল বনগাঁর বাঙালি মেয়ে

Arunita-Pawandeep Breakup: অরুণিতার মা-বাবার পছন্দ না পবনদীপ, মিউজিক ভিডিয়ো ফেরাল বনগাঁর বাঙালি মেয়ে

প্রেম ভেঙে গেল অরুণিতা আর পবনদীপের?

এত জলদি ভেঙে গেল সম্পর্ক! মন খারাপ ‘অরুদীপ’র অনুরাগীদের। 

বেশ কয়েক সপ্তাহ ধরে অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজনের ব্রেকআপের খবর ঘোরাফেরা করছে সর্বত্র। আর তামধ্যেই সামনে এল পবনদীপের নতুন মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’র লঞ্চে থাকছেন না অরুণিতা। যেখানে এই সিঙ্গেলে পবনের সাথে গান তিনিই গেয়েছেন। শোনা যাচ্ছে, মা-বাবার কারণেই নাকি শেষ মুহূর্তে ভিডিয়োতে মুখ দেখানোর থেকে সরে দাঁড়ান বাংলার এই মেয়ে। 

‘ইন্ডিয়ান আইডল’র সময় থেকেই ঘনিষ্ঠতা অরুণিতা আর পবনদীপের। জয় পবনের হলেও এতদিন সমস্ত জায়গায় একসাথে পারফর্ম করেছেন এই দুই। এমনকী, যতগুলো গানের প্লেব্যাক তাঁরা করেছেন সবই একাসাথে। 

শোনা যাচ্ছে, রাজ সুরানি পরিচালিত এই রোম্যান্টিক সিঙ্গেলে গান গান অরুদীপ। কিন্তু অভিনয় করা থেকে সরে যান অরুণিতা। এমনকী, রাজ সুরানি একাধিকবার অনুরোধ করলেও তিনি রাজি হননি। জানিয়েছিলেন, ‘বাড়ির কিছু সমস্যা আছে’। শেষ মুহূর্তে অরুণিতার জায়গায় নেওয়া হয় দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে। 

বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর হওয়ার কথা আছে মিউজিক লঞ্চ। তবে জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি অরুণিতাকে। কারণ অরুণিতা থাকলেই পবনদীপের সাথে সব লাইমলাইট সে কেড়ে নেবে। যা চায় না সিঙ্গেলসের পরিচালক। 

যদিও অরুণিতার দাবি তিনি অভিনয় করতে স্বতস্ফূর্ত নন বলেই সরে গিয়েছেন। তবে গায়িকার কাছের সূত্রের মতে, সব ঠিক নেই এই জুটির মধ্যে। 

বন্ধ করুন