ধীরে ধীরে সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টারশেফ ইন্ডিয়া তার গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই অনেক প্রতিযোগী বাদ পড়ে গিয়েছেন। অনেকের রান্নায় মুগ্ধ হয়েছেন বিচারকরা। কিন্তু একি! ফিনালের আগেই প্রকাশ্যে এসে গেল বিজয়ীর নাম। এক ফ্যান পেজের তরফে জানানো হয়েছে এই রান্নার রিয়েলিটি শোয়ের এবারের বিজয়ী হয়েছেন নয়নজ্যোতি সাইকিয়া। যদিও এটা সত্যি না মিথ্যে সেটা তো সময়ই বলবে। আপাতত এই ফ্যান পেজের দাবি করা হচ্ছে বিজয়ী মুকুট উঠবে নয়নজ্যোতির মাথায়।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে নয়নজ্যোতিকে মাস্টারশেফের কোট পরে এবং ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁর পিছনে এই শোয়ের ক্রিউ মেম্বারদের দেখা যাচ্ছে। মনে হচ্ছে গ্র্যান্ড ফিনালের শ্যুটিংয়ের পরই এই ছবিটি ক্লিক করা হয়েছে।
এই শোয়ের বহু গুণমুগ্ধরাই পোস্টটায় নিজেদের মতামত জানিয়েছেন। তাঁরা সকলেই খুশি নয়নজ্যোতির হাতে বিজয়ীর ট্রফি ওঠায়। অনেকে আবার এটা ভেবে খুশি হয়েছেন যে অরুণা বিজয় জেতেননি অন্তত। এর আগে অরুণাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা, নানা ট্রোল দেখা গিয়েছে। এর প্রধান কারণ হল বিচারকরা বারবার তাঁর প্রশংসা করতেন। তাঁকে নানা খেলায় সাহায্য করতেন। অন্যদিকে প্রিয়াঙ্কা বাদ হওয়ার পরও অরুণাকে নিয়ে নানা সমালোচনা চলে। এবার তাই তাঁর হাতে বিজয়ীর ট্রফি না দেখে সকলেই ভীষণ খুশি।
অনেক ভক্তই অনেক মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আশা করছি এটা যেন সত্যি হয়। যদি এটা সত্যি হয় আমি খুব খুশি হবো। উনি অন্যতম কঠোর পরিশ্রমী এবং ভালো প্রতিযোগী ছিলেন।' আরেক ব্যক্তি লেখেন, 'যেভাবে সবটা চলছিল মনে হচ্ছে অরুণা হয়তো জিতে যাবে। খিচুড়ি রান্না করলেও জিতবে ভেবেছিলাম। এটা দেখে ভীষণ খুশি।' আরেকজন লেখেন, 'অবশেষে শেষটায় ভালো কিছু হল। এই সিজনটায় প্রথম থেকেই ফেয়ার জাজমেন্ট হয়নি।'
নয়নজ্যোতি সাইকিয়া একজন ২৬ বছর বয়সী ছেলে। তাঁর বাড়ি অসমে। বিকাশ খান্না তাঁকে ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করেন। প্রথমে তাঁর বাবা তাঁকে রান্না নিয়ে কেরিয়ার গড়ার অনুমতি দেননি। কিন্তু তবুও তিনি মাস্টারশেফে আসে। আর এখন এটাই দেখার পালা এই গুজব অনুযায়ী সেরার মুকুট তাঁর মাথায় যায় কিনা।