টোটা রায়চৌধুরীর নাচ দেখে চমকে গেলেন বলিউডের কোরিয়োগ্রাফার। টোটা একজন ভালো অভিনেতার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও। বি-টাউনের প্রথম সারির 'ডান্সিং হিরো' শান্তনু মহেশ্বরীও তাঁর নাচ দেখে জড়িয়ে ধরলেন টোটাকে। শুটিং শেষে ফ্লোরের সকলের অনুরোধে পুরানো ছন্দে ‘ব্রেকডান্স’-এর যাদু দেখালেন টোটা।
খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। ছবির বিশেষ প্রচারমূলক গান ‘জানি না মানে’ -তে টোটা এবং শান্তনুকে একসঙ্গে নাচতে দেখা যাবে। উষা উত্থুপ এই গানটি গেয়েছেন। এই গানে টোটা ও শান্তনুকে সঙ্গ দিয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্যও। মুম্বইয়ের কোরিয়োগ্রাফার পালকি মালহোত্রা নাচটি কোরিওগ্রাফি করেছেন। তাঁর সঙ্গে টোটাকে রিহার্সালও করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: রোমে হোটেলের বাইরে বরকে জড়িয়ে রোম্যান্টিক মুডে সোনাক্ষী! এখানে থাকতে প্রতি রাতের খরচ কত?
এই গানেরই শ্যুটিং শেষে, ছবির পরিচালক প্রতিম অনুরোধ করেন যে, এই গানে টোটা যদি তাঁর মতো নাচতেন, তা হলে কেমন হত? কারণ, এক সময় কমার্শিয়াল বাংলা ছবিতে ‘ব্রেকডান্স’কে জনপ্রিয়তা দিয়েছিল টোটা। তাই পরিচালকের অনুরোধেই এই গানে তিনি সেই সময়কার নৃত্যশৈলীকে তুলে ধরেন।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিম টোটার নাচ নিয়ে নানা কথা ভাগ করে নেন। পরিচালক বলেন, ‘আমি শুধু ওঁকে অনুরোধ করেছিলাম। কিন্তু টোটা সকলকে চমকে দেন। ওঁর নাচে পুরনো টোটাকে দেখতে পেলাম।’ তবে টোটার এই নাচটি ছবির মিউজিক ভিডিয়োয় থাকবে না বলেই জানিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: পুষ্পা ২-তে হিন্দু দেবদেবীর চিত্রায়নে আপত্তি? নারী বেশে আল্লুর ১৯ মিনিটের দৃশ্য বাদ সৌদি আরবে!
অন্যদিকে, ওই সাক্ষাৎকারে নিজের নাচ প্রসঙ্গে টোটা বলেন, ‘নাচ তো আমার প্রথম ভালোবাসা। মনে আছে প্রভাতদা (পরিচালক প্রভাত রায়) একবার জানতে চেয়েছিলেন, আমি নাচতে পারি কি না। তার পর তাঁকে একটা শোয়ে আমার নাচের একটা ভিএইচএস ক্যাসেট পাঠাই। উনি তা দেখে আমাকে সঙ্গে সঙ্গে নির্বাচন করেন।’
অভিনেতা আরও বললেন, ‘মুম্বইয়ের অনেকেই আমাকে ‘ডোলা রে’ (‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির গান) গানে নাচতে দেখেছেন আর ভাবেই সেটাই বোধ হয় আমার নৃত্যশৈলী। কিন্তু আমি যে ব্রেকডান্সও করতে পারি, সেটা অনেকেই জানে না।’ টোটা জানান, তাঁর নাচ দেখে শান্তনুও নাকি চমকে যান, জড়িয়ে ধরেন তাঁকে। টোটার কথায়, ‘বাঙালি হিসেবে আমরা কিন্তু কারও থেকে কম নই। বাঙালি পুরুষও যে ভালো নাচতে পারে, সেটা প্রমাণ করতে পেরে ভালো লাগছিল।’
টোটা নিজেকে ফিট থাকতে পছন্দ করেন। সেটা নাচের ক্ষেত্রেও তাঁকে সাহায্য করে বলে জানান অভিনেতা। টোটা এই প্রসঙ্গে বললেন, ‘যত দিন ফেলুদা চরিত্রে অভিনয় করব, আমি জানি আমাকে ফিট থাকতেই হবে। চেষ্টা করি, ২৭ বছরের ফিটনেস ধরে রাখতে।’