বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandita Roy: অসুস্থ নন্দিতা রায়! তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ‘বেলাশেষে’ পরিচালক

Nandita Roy: অসুস্থ নন্দিতা রায়! তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ‘বেলাশেষে’ পরিচালক

নন্দিতা রায়

Nandita Roy: ধুম জ্বর নিয়ে গত তিন দিন ধরে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি পরিচালক নন্দিতা রায়। কী হয়েছে তাঁর? 

শুক্রবার মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ফাটাফাটি। শহরের নামী প্রেক্ষাগৃহে বসেছিল ‘ফাটাফাটি’র স্পেশ্যাল স্ক্রিনিং। সেখানে সকলে হাজির থাকলেও দেখা নেই প্রযোজক নন্দিতা রায়ের। কী হয়েছে? খোঁজ সবমহলে। অবশেষে মিলল উত্তর। ধুম জ্বর নিয়ে তিন দিন ধরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ‘বেলাশেষে’ পরিচালক। 

ঘনিষ্ঠমহল সূত্রে খবর, দিন তিনেক আগে পরিচালকের জ্বর কিছুতেই কমছিল না। পরিস্থিতি বেগতিক থেকে পরিবারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত পরিচালক। তবে ভয়ের তেমন কারণ নেই। আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। তবে রয়েছে শারীরিক দুর্বলতা। আপতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন নন্দিতা দেবী। তাই নতুন ছবির প্রিমিয়ারে এদিন হাজির থাকতে পারেননি তিনি। গত বছর জুলাই মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। সেইসময় বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন নন্দিতা রায়। 

প্রযোজনা থেকে পরিচালনা, সবেতেই সিদ্ধহস্ত নন্দিতা রায়। টলিউডের অন্যতম হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। একদিকে যেমন নিজেদের প্রযোজনা সংস্থায় নতুন পরিচালকদের কাজের সুযোগ করে দিতে ওস্তাদ তাঁরা, তেমনই পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন নিজেরাও। বক্স অফিসে তাঁদের শেষ রিলিজ ‘হামি ২’ সাফল্য পেয়েছে। আগামীতে ‘রক্তবীজ’ নিয়ে হাজির হবেন তাঁরা। ছবিতে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর। দুর্গাপুজোয় মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ নিয়েও  এই বছরই পর্দা কাঁপাতে আসছে এই জুটি । ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। শিবু-নন্দিতা জুটির এই ছবির মাধ্যমে হিন্দিতে ডেবিউ সারছেন মিমি চক্রবর্তী। 

 

বন্ধ করুন