বাংলা নিউজ > বায়োস্কোপ > তৃণমূল নেত্রীর ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সুদীপ্তা, বিয়ে সামনের বছর

তৃণমূল নেত্রীর ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সুদীপ্তা, বিয়ে সামনের বছর

২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসবেন সুদীপ্তা আর সৌম্য। 

সোশ্যাল মিডিয়ায় জন্মদিন পালনের বেশ কিছু ছবি আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানিয়েছেন পরের বছরই বিয়ে করবেন প্রেমিক সৌম্যকে।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ৫ জুন ছিল অভিনেত্রীর জন্মদিন। প্রেমিকের সঙ্গে এক রিসর্টে জন্মদিন পালন করলেন তিনি। ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা। আপাতত কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

সুদীপ্তার প্রেমিকের নাম সৌম্য বক্সী, প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য। সৌম্য নিজেও শাসকদের একনিষ্ঠ সৈনিক। এক বাংলা সংবাদমাধ্যমকে সুদীপ্তা জানিয়েছেন, ‘আগামী বছরেই বিয়েটা করে নেব ভেবেছি মারা দুজন। গত বছরই করব
ঠিক করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আমাগী বছরেই সবাইকে সুখবর দেব। খুব জলদি বিয়ের তারিখও ঠিক করে ফেলব।’

সোশ্যাল মিডিয়ায় জন্মদিন পালনের বেশ কিছু ছবি আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন তিনি। একটি ছবিতে তাঁকে প্রেমিকের হাত থেকে কেক খেতেও দেখা গেল।

রাজনীতি আর অভিনয় দুনিয়ার এই গাঁটছড়া নতুন নয়, এবার সেই তালিকায় যোগ হল সৌম্য বক্সী-সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম। নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই সম্পর্ক আজকের নয় বহুদিনের। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সম্পর্কের কথা খোলসা করেন অভিনেত্রী। সেসময় জানিয়েছিলেন, ‘আমার আর সৌম্যের সম্পর্কের বয়স ২০ মাস। মনে হচ্ছিল, এ বার সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া উচিত। সেই কারণেই সবাইকে জানিয়েছি।’

আরেকদিকে সৌম্য জানিয়েছিলেন, ‘ভালবেসে করলে যে কোনও কাজ জলের মত সোজা। ভালবাসা না থাকলে সেই কাজ সব সময়েই কঠিন। আমার মনে দু’তরফের জন্যই ভালবাসা আছে। তাই সবটাই চলছে ভীষণ সহজ ভাবে।’

 

বন্ধ করুন