বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupam Islam on Tapas Das: 'বাপিদার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার', ফেসবুকে পোস্টে আর কী জানালেন রূপম

Rupam Islam on Tapas Das: 'বাপিদার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার', ফেসবুকে পোস্টে আর কী জানালেন রূপম

বাপিদাকে নিয়ে পোস্ট রূপমের

Rupam Islam on Tapas Das: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার শিল্পীরা মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য বাপিদার জন্য সাহায্য প্রার্থনা করেন। এখন রাজ্য সরকার এগিয়ে এল তাঁর চিকিৎসার জন্য।

মহীনের ঘোড়াগুলির শেষ মহীরুহ, বাপিদা ওরফে তাপস দাস লাং ক্যানসারে ভুগছেন। তৃতীয় স্টেজ। পরিবারের পক্ষে আর খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় বাংলা গানের শিল্পীরা এগিয়ে এসেছিলেন। তাঁরা সকলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে অনুরোধ করেন সবাই যেন সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন।

তাপস দাসের চিকিৎসার কথা জানিয়ে রূপম ইসলাম, সিধু, অর্ক মুখোপাধ্যায় সকলেই পোস্ট করেছিলেন। এভাবে ক্রাউড ফান্ডিং করার অন্যতম কারণ ছিল বাপিদা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি কোনও রাজনৈতিক দলের সাহায্য নেবেন না।

এই বিষয়ে রূপম ইসলাম শুক্রবার, ৬ জানুয়ারি একটি পোস্ট করে জানান রাজ্য সরকার তাপস দাসের চিকিৎসার সমস্ত ভার গ্রহণ করেছে। তিনি লেখেন, 'গত ১ জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপিদার অসুস্থতার ব্যাপারে, যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না। একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি নেই। কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও একটি রাজনৈতিক দল নয়। সেই পোস্ট দেখে ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন, এবং বাপিদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছেন। এ জন্য তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন হলেন।'

একই সঙ্গে তিনি জানান, 'পাশাপাশি আমরা, বাংলার শিল্পী সম্প্রদায় আমাদের সামর্থ্য অনুযায়ী যে এগিয়ে আসতে পেরেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানালাম। আপাতত বাপিদার চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। গত ৩ তারিখ উনি এসএসকেএম-এ ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে। ওখানেই ওঁর চিকিৎসা চলছে। আমি আজ দেখা করলাম ওঁর এবং সুতপাদির সঙ্গে। অনেকটা আড্ডা হল।'

এই পোস্টের সঙ্গে রূপম দুটি ছবিও পোস্ট করেন। সেখানে মেরুন সোয়েটার পরে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় বাপিদাকে। সঙ্গে ছিলেন রূপম।

বন্ধ করুন