দিল্লি থেকে রামরাজাতলার বাড়িতে এসেছে ভাগ্নী, এসেছে বোনও, আর তাঁদের সঙ্গে দেখা করতেই ছুটে গিয়েছিলেন অভিনেতা অনিন্দ্য় চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর মামা-ভাগ্নীর দেখা, খুনসুটি সহ সুন্দর কিছু পারিবারিক মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনিন্দ্য় চট্টোপাধ্যায়।
অনিন্দ্যর তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন। প্রথমটিতে দেখা যাচ্ছে, মামা অনিন্দ্য ঘরে ঢুকতেই ভাইবোনের সঙ্গে খেলা ছেড়ে ছুটে যায় তাঁর স্কুল পড়ুয়া ভাগ্নী। খুব স্বাভাবিকভাবেই অনেকদিন পর মামাকে দেখলে আদরের ভাগ্নী উচ্ছ্বাসিত হবে বৈকি। পরের ভিডিয়োতেই একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসায় ভরিয়ে দিতে, খুনসুটি করতে দেখা যায় অনিন্দ্য ও তাঁর ভাগ্নীকে। ভাগ্নী গুন্ডমোয় আরেকটু হলে অভিনেতার চশমাটাই ভেঙে যেত…। তড়িঘড়ি সেটিকে সরিয়ে রাখেন অভিনেতা। পরে অবশ্য ভাগ্নীকে নিয়ে শপিং মলে গিয়ে কেনাকাটা করা, আইসক্রিম খাওয়া সহ চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। ছবি পোস্ট করে ক্যাপশানে অনিন্দ্য লিখেছেন, ‘মামুকে দেখলে সে এটাই করে…।’ হ্যাজট্যাগে দিয়েছেন 'ফ্যামিলি টাইম'।
আরও পড়ুন-নীলিমার সঙ্গে বিচ্ছেদ, ছেলে ঈশান কেন বাবাকে নিয়ে এক্কেবারে চুপ? মুখ খুললেন রাজেশ খট্টর
আরও পড়ুন-উত্তরের পর এবার মধ্যপ্রদেশ, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন সারা
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এই পোস্টের নিচে কমেন্ট করেছেন বহু নেটনাগরিক। কেউ লিখেছেন, ‘মামা-ভাগ্নীর সুন্দর মুহূর্ত…।’ কেউ লিখেছেন, ‘সুন্দর মুহূর্ত, দেখে মন ভরে গেল’, কারোর কথায়,'চশমা ভেঙে যাবে, সত্য়িই এটা সমস্যার বটে।'
এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যোগাযোগ করা হলে অনিন্দ্য চট্টোপাধ্যায় অবশ্য বিশেষ কিছু বলতে চাননি। অনিন্দ্য বলেন, ‘এটা আসলে ব্যক্তিগত, পারিবারিক মুহূর্ত। বিশেষ কিছুই নয়, আমার বোন আসলে দিল্লিতে থাকে। ওর শ্বশুরমশাই মারা যাওয়ার কারণে, কিছুদিন ওরা রামরাজাতলায় বাড়িতে এসে রয়েছে। সেজন্যই আমিও দেখা করতে গিয়েছিলাম। যদিও আমার ভাগ্নী এখন খুব ছোট,আমি তাই ওকে নিয়ে খুব বেশি কিছু প্রকাশ্যে বলতে চাই না। এটা আসলে পারিবারিক বিষয়।’
প্রসঙ্গত খুব শীঘ্রই 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এছাড়া 'নষ্টনীড়' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। আর টেলিভিশনের পর্দাতেও 'গাঁটছড়া' ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি।