১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস নিজেদের মতো করে কাটিয়েছেন সকলে। কেউ কেউ ঘুরতে গেছেন কেউ আবার বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার করেছেন, কোনও কোনও তারকা তো আবার প্রেম দিবসে বিয়ের পিঁড়িতে বসেছেন। টলিউড অভিনেত্রী অলিভিয়া সরকারও প্রেম দিবস কাটিয়েছে একেবারে নিজের মতো করে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, যেখানে অভিনেত্রীর হাতে একটি গোলাপের তোড়া দেখা যায়। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ও শুধু বলেছে, এমনি। অভিনেত্রী এই ছবি পোস্ট করার পরেই ভক্তদের মধ্যে উঠেছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন: দ্বিতীয়বার ছাদনাতলায়, এদিকে বিয়েতে বাবা রাজ বব্বরকেই আমন্ত্রণ জানালেন না প্রতীক! দাবি সৎ ভাইয়ের
প্রেম দিবসে হাতে গোলাপ, তার মানে কী কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? বিশেষ মানুষটি কি টলিউডের কেউ নাকি তাঁর পেশা অন্য? অনুরাগীদের মনে এমন হাজার প্রশ্ন জাগলেও গোলাপ ফুলের ছবি ছাড়া আর কিছু বলতে নারাজ অলিভিয়া।
অলিভিয়ার গোলাপের ছবি পোস্ট করার পর আনন্দবাজার অনলাইনে তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, প্রেম করছে কিনা তা জানি না। তবে আগের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি এমন একজন সঙ্গীর সন্ধানে ছিলাম, যার সঙ্গে সারা জীবন আমি কাটাতে পারব বলে মনে করি।
আরও পড়ুন: বুর্জ খলিফায় বিয়ে সারলেন স্টাইল অভিনেতা সাহিল, কার সাথে গাঁটছড়া বাধলেন?
আরও পড়ুন: দরজায় ঝুলছে তালা, সেক্স বিতর্কের পর রণবীরের বাড়ি গিয়েও খালি হাতে ফিরল পুলিশ!
খুব অল্প কথায় নিজের ভালবাসার মানুষের ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তবে এখনই বিশেষ মানুষটির পরিচয় সকলের সামনে আনতে নারাজ তিনি। তবে টলিপাড়ার সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি একটি সম্পর্কে জড়িয়েছেন অলিভিয়া। বন্ধুদের মধ্যে অনেকেই সে কথা জানেন।
ঘনিষ্ঠ মহলে অলিভিয়ার প্রেমের কথা জানাজানি হলেও অলিভিয়া এবার নিজেই সেটি সবার সামনে মেলে ধরলেন গোলাপের ছবির মাধ্যমে। তবে এখানেই শেষ নয়, গোলাপের ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটি ডিলিট করে দেন। অভিনেত্রী ছবি ডিলিট করলেও এখন অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অলিভিয়ার বিশেষ মানুষটির পরিচয় জানার জন্য।