‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে জনপ্রিয় সিংহলী গান মানিকে মাগে হিথে-তে নাচলেন রিমঝিম মিত্র। একটা নীল লং গাউন পরে গানের তালে কোমর দোলালেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও রিমঝিম সমান পারদর্শী। তা আরেকবার ফুটে উঠল জি বাংলার তরফে শেয়ার করা সেই ভিডিওয়। তবে, নেটপাড়ার অনেকেই কড়া সমালোচনা করেছেন রিমঝিমের নাচ দেখে। নানা ধরনের নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্স।
একটা বড় অংশ আপত্তি তুলেছেন রিমঝিমের পোশাক নিয়ে। তাঁর নীল লং গাউনকে কেউ কেউ পরদার কাপড় বলেও উল্লেখ করেছেন। বডি শেমিংয়ের হাত থেকেও বাঁচতে পারেননি তিনি। একজন তো আবার সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘এই আপনি না শ্রীলেখাকে থলথলে বউদি বলেছিলেন!’
'তিতলি' ও 'কৃষ্ণকলি' ধারাবাহিকে তাঁর অভিনয়ে মজেছেন দর্শক। তবে বর্তমানে অভিনেত্রী হওয়ার পাশাপাশি চর্চায় রিমঝিমের রাজনৈতিক দিকটিও। আপাতত বিজেপির সদস্য রিমঝিম। কিন্তু শোনা যাচ্ছে, খুব শীগ্রই হয়তো তৃণমূল কংগ্রেসে নাম লেখাবেন। নিজের কথাতেও সে ইঙ্গিত দিয়েছেন।
বাম-মনস্ক অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে তাঁর ঝামেলাও সকলেরই জানা। শ্রীলেখার উদ্দেশে করা তাঁর ‘কম-রেট’, ‘থলথলে বউদি’ মন্তব্য নিয়ে একসময় উত্তাল হয়েছিল নেটপাড়া। আর এবার সুযোগ বুঝে রিমঝিমকে ট্রোল করার সুযোগ ছাড়ল না নেটপাড়ার একটা অংশ।