বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সুশান্ত নই, সবাইকে ফাঁসিয়ে মরব’, সুইসাইড নোট লিখল অনুরাগের নামে মিটুর অভিযোগ আনা নায়িকা!

‘সুশান্ত নই, সবাইকে ফাঁসিয়ে মরব’, সুইসাইড নোট লিখল অনুরাগের নামে মিটুর অভিযোগ আনা নায়িকা!

অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট নায়িকার

‘সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরব,’ সুইসাইড নোট লিখলেন অনুরাগের বিরুদ্ধে মিটু অভিযোগকারিণী

ফের চর্চায় অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা বাঙালি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় অসমাপ্ত সুইসাই নোট পোস্ট করেছেন তিনি। দু-বছর আগেই ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ পরিচালকের বিরুদ্ধে মিটু-র অভিযোগ এনেছিলেন ওই বঙ্গ তনয়া। এবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি সুইসাইড নোটের ছবি পোস্ট করেছেন। 

নায়িকার ওই পোস্ট ঘিরে হুলুস্থুল কাণ্ড! বিষয়টি গড়ায় থানা-পুলিশ পর্যন্ত। বাঙালি অভিনেত্রী ইনস্টাগ্রামে যে সুইসাইড নোট পোস্ট করেছেন সেখানে লেখা, ‘আমি …., যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে…’। কারুর নাম উল্লেখ করেননি অভিনেত্রী। এই হেঁয়ালি ভরা চিরকুটের মাধ্যমে ঠিক কী ইঙ্গিত দিতে চাইলেন তিনি? উঠছে প্রশ্ন! 

সোশ্যাল মিডিয়ায় ওই নায়িকার ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। ২৬ লক্ষের বেশি মানুষ ফলো করে এই চর্চিত অভিনেত্রীকে। তাঁর হেঁয়ালি ভরা পোস্ট দেখে চমকে যায় সকলেই। কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানায়। কেউ তাঁকে অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শ দেয়। তবে অভিনেত্রী যে মনোবিদের পরামর্শ নিচ্ছেন তা স্পষ্ট। কারণ যে চিরকুটে ওই সুইসাইড নোট লেখা রয়েছে তাঁর নীচেই রয়েছে এক চিকিৎসকের প্রেসক্রিবশন। নিময়িত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ৩৩ বছর বয়সী ওই অভিনেত্রী তা বেশ স্পষ্ট। অভিনেত্রীর এই বিস্ফোরক পোস্টের কথা কানে যায় মুম্বই পুলিশেরও। 

দ্রুত অভিনেত্রীর বাড়িতে খোঁজখবর নিতে পৌঁছায় ওশিওয়াড়া থানার পুলিশ। অন্ধেরি ওয়েস্টে থাকেন নায়িকা। পরে আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’ তাঁর এই বয়ানের মাধ্য়মে প্রছন্ন হুমকি স্পষ্ট। তবে কাদের নিশানায় নিলেন নায়িকা? তা জানা যায়নি। 

২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছিলেন পরেশ রাওয়ালের মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা অভিনেত্রী। সেইসময় সুবিচার না পেলে অনশনে বসার হুমকিও দিয়েছিলেন তিনি। তদন্তে নেমে অনুরাগ কশ্যপকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ, তবে মামলা বেশিদূর এগোয়নি। এবার ফের সংবাদ শিরোনামে ওই নায়িকা। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.