বাংলায় নাকি দক্ষিণী ছবির রিমেক হয়। টলিপাড়ায় কানপাতলে এতদিন একথাই শোনা যেত। এখন টলিপাড়ার চর্চায় বিষয় পঞ্জাব নাকি বাংলা ছবি দেখে টুকছে। পঞ্জাবে এই বাংলা ছবির রিমেকে নায়ক কে জানেন?
জানা যাচ্ছে, পঞ্জাব তৈরি হতে চলা এই বাংলা ছবির রিমেকে নায়ক হচ্ছেন গুরু রণধাওয়া। তাঁর বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে প্রেমিকা শেহনাজ গিলকে। এর আগে গুরু রণধাওয়া ও শেহনাজ গিলকে একটা মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁদের প্রেমচর্চা শুরু হয়। ফের একবার তাঁদের নাম একসঙ্গে শোনা যেতেই নানান গুঞ্জন শোনা যাচ্ছে।
কিন্তু যে বাংলা ছবি পাঞ্জাবি ভাষায় তৈরি হচ্ছে সেটি কি?
জানা যাচ্ছে, SVF- প্রযোজিত নতুন ছবি ‘পাগলপ্রেমী’র পঞ্জাবি রিমেক হচ্ছে। SVF-এর ‘পাগলপ্রেমী’ ছবির পরিচালনা করেছিলেন অভিরূপ ঘোষ, নায়ক ছিলেন আদৃত রায়। দুবাইতে শ্যুট হয়েছে সেই ছবির। যদিও এটার মুক্তির দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এরই মধ্যে আদৃতের এই ছবির পঞ্জাবি রিমেকের কথা শোনা যাচ্ছে। নায়ক গুরু রণধাওয়ার বিপরীতে জনপ্রিয় মুখ খুঁজছেন নির্মাতারা। আর তাতেই শোনা যাচ্ছে শেহনাজ গিলের নাম। প্রাথমিকভাবে নাকি শেহনাজের সঙ্গে কথাও হয়েছে।
প্রসঙ্গত, বাংলা ও বাংলাদেশের পর পঞ্জাবেও ছবির ব্যবসায় নামতে চলেছে প্রযোজনা সংস্থা SVF। গত এপ্রিলেই এখবর সামনে এসেছিল। তাই খুব স্বাভাবিক ভাবেই সেখানে বাংলা ছবির পঞ্জাবি রূপান্তের একটা চেষ্টা থাকবে, তা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে সর্বপ্রথম বেছে নেওয়া হয়েছে অভিরূপ ঘোষের 'পাগলপ্রেমী' ছবিটি। যে ছবির গল্পের নায়ক আদৃতকে মানসিক ভারসাম্য হারাতে দেখা যাবে। ছবিতে আদৃতের বিপরীতে থাকবেন এক নবাগতা। যদিও তাঁর নাম এখনও প্রকাশ্য়ে আনেনি প্রযোজনা সংস্থা।
SVF- প্রযোজনা সংস্থাকে জাতীয় স্তরে প্রসারিত করার জন্য বহু আগে থেকেই সংস্থার কর্ণধারদের দিল্লি, মুম্বইতে বৈঠক সারতে দেখা গিয়েছিল। তখনও এক বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল গুরু রণধাওয়াকে। সবকিছু ঠিকঠাক এগোলে ১৯ জুন থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে আদৃত রায়ের নতুন ছবি 'পাগল প্রেমী'র শ্য়টিংয়ে বেশকিছু দৃশ্য ভাইরাল হয়েছিল। ভাইরাল সেই ভিডিয়োতে উস্কো-খুস্কো লম্বা চুল আর মুখ ভর্তি গোঁফদাড়িতে দেখা গিয়েছিল আদৃতকে। কলেজের প্রেক্ষাপটে তৈরি সেই দৃশ্যে দেখা গিয়েছিল, আচমকাই প্রাক্তন প্রেমিকাকে এসে আদৃতের প্রশ্ন, ‘তুই যেন কী খেতে ভালোবাসিস? ইন্ডিয়ান, ইটালিয়ান, চাইনিজ, তুই যা খেতে ভালোবাসিস…. (দৌড়ে গিয়ে কিছু গাছের পাতা ছিঁড়ে এনে) এনে তুই ঘাস খা… ঘাস খা'। ততক্ষণে নায়কের কীর্তি দেখে স্তম্ভিত বন্ধুরা।