একেনবাবুকে কে না ভালোবাসে? শুনেছেন তো পরদায় ফেরত আসছেন তিনি। তবে এবার আর আপনার মোবাইলের স্ক্রিনে নয়, বড় পরদায়। গত সপ্তাহের শেষেই সিনেমার টিজার সামনে এসেছে। যা দেখে উত্তেজনায় যাকে বলে টগবগিয়ে ফুটছেন রহস্যপ্রেমী দর্শকরা।
সিনেমার টিজারে একেনবাবু কিন্তু বেশ সিরিয়াস। দার্জিলিংয়ের পাহাড়ে টানটান উত্তেজনা। আর এখানে-সেখানে ছুটে বেড়াচ্ছেন একেন। একেবারে দুদে গোয়েন্দা তখন তিনি। পাহাড়ের আনাচে-কানাচে গিয়ে নজর রাখছেন সন্দেভাজনের উপর।
সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং। ‘দ্য একেন’ নাম রাখা হয়েছে ছবিটির। অনির্বাণ চক্রবর্তীকেই দেখা যাচ্ছে একেনের ভূমিকায়। দুই সহচরের চরিত্রে রয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মণ্ডল ও সুহত্র মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে পায়েল সরকারেরও। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে 'দ্য একেন'।
হইচই-র ওয়েব সিরিজ দিয়ে একেনবাবু প্রথম জায়গা করে নেয় মানুষের মনে। প্রথম সিরিজে তো বোঝাই যায়নি একেন একজন গোয়েন্দা। এমন এক গোয়েন্দা, যে সবসময় খোশ মেজাজে থাকে, খেতে ভালোবাসে আর সেসবের মধ্যে থেকেই খুঁজে নেয় আসল আপরাধীকে, বাঙালির কাছে এই ঘটনা যে সত্যিই বিরল।
আসলে একেন এক সাধারণ ব্যক্তির বেশভূষার পিছনে লুকিয়ে থাকা গোয়েন্দা। সুজন দাশগুপ্তর লেখা রহস্য গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল ওয়েব সিরিজগুলি। ২০১৮ সালের মার্চে আসে প্রথম সিজন। একদিকে তুখোড় বুদ্ধি, অন্য দিকে হাস্যরস একেনকে আলাদা করেছে বাজারের আর পাঁচটা গোয়েন্দার থেকে। তাই তো অ্যাকশন দৃশ্যেও হেসে ফেলে দর্শক।