মোদুর্গাপুজোয় বাংলা সিনেমার ব্যবসা বরাবরই খুব ভালো হয়। চলতি বছরে তিনটি ছবির টক্কর চলছে বক্স অফিসে। তারমধ্যে রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী, সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ও পথিকৃৎ বসুর শাস্ত্রী। হলে যাওয়ার আগে, দর্শকের জানার অগ্রহ হতেই পারে, ব্যবসার খাতিরে কে এগিয়ে! চলুন দেখে নেওয়া যাক টলিউডেরই এক খ্যাতনামা প্রযোজক যে হিসেব দিলেন সোশ্যাল মিডিয়াতে।
প্রযোজক রাণা সরকার ফেসবুকে লিখলেন-
‘বক্স অফিস আপডেট:
পঞ্চমীর দিন-
বহুরূপী- ৪৬ লাখ
টেক্কা- ৩৬ লাখ
শাস্ত্রী- ৬ লাখ
ষষ্ঠীর দিন-
বহুরূপী- ৬২ লাখ (মোট ১.৮ কোটি +)
টেক্কা- ৪৬ লাখ (মোট ৮২ লাখ +)
শাস্ত্রী- ৭ লাখ (মোট ১৩ লাখ +)
৫ শতাংশ কম-বেশি ধরে নিন।’
আরও পড়ুন: ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, পুরনো প্রেমিকা সিমিকে জানান রতন টাটা
যদিও টেক্কা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আবার দাবি করেছেন, তাঁর ছবিই এগিয়ে ব্যবসার নিরিখে। দিন দুই আগে Box Off Bengal-এর একটা পোস্ট শেয়ার সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ইতিমধ্যে 'বহুরূপী' ও 'শাস্ত্রী' চেয়ে টিকিট বুকিংয়ে 'টেক্কা' ডবল মার্জিনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বক্স অফিসে ‘টেক্কা’-ই লিড করছে।
আরও পড়ুন: ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও
বাংলা ইন্ডাস্ট্রিতে এমন হিসেব নিয়ে দ্বন্দ্ব অবশ্য নতুন কিছু নয়। তবে ব্যবসা যে ভালোই হচ্ছে টেক্কা, শাস্ত্রী কংবা বহুরূপীর, তা স্পষ্ট বুক মাই শো খুললেই। দুপুরের পর থেকে বেশিরভাগ শো হাউজফুল। আশা রাখা যাচ্ছে, সপ্তমী থেকে আরও বেশি দর্শক আসবেন হলে, বাংলা ছবির ‘পাশে দাঁড়াতে’!
আরও পড়ুন: রতন টাটা প্রয়াত, ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ চিরঘুমে! শোকবার্তা বলিউডের সলমন-অনুষ্কা-প্রিয়াঙ্কা
আরজি কর আবহে অনেকেই দাবি তুলেছিলেন ‘উৎসবে না ফেরার’! ফলে স্পষ্টটই বেশ চিন্তায় ছিলেন নির্মাতারা। দেব পর্যন্ত স্বীকার করেছিলেন, ছবির ব্যবসা নিয়ে বর্তমান পরিস্থতে একটা অনিশ্চয়তা কাজ করছেই। তবে কার্যক্ষেত্রে দেখা গেল, বাংলা সিনেমা বা বাংলার তারাকারা, কারও থেকেই মুখ ফেরায়নি বাঙালি। এমনকী, লাইন দিয়ে রাত জেগে ঠাকুর দেখাও নয়। উৎসব আর প্রতিবাদ চলছে সমানতালে।
টেক্কায় কাজ করেছেন দেব, রুক্মিণী আর স্বস্তিকা। অন্য দিকে, বহুরূপীতে আছেন আবির, ঋতাভরী, শিবপ্রসাদ ও কৌশানি। শাস্ত্রীতে মিঠুন, দেবশ্রী, সোহরমা।