'বালিঝড়' শেষ হওযয়া নিয়ে জল্পনা ছিলই, পরে জানা যায়, এটা জল্পনা নয়, এক্কেবারে পাক্কা খবর। সেই মতোই শেষ হল তৃণা সাহা ও কৌশিক রায় জুটির ‘বালিঝড়’। গতকাল অর্থাৎ রবিবারই হয়েছে লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত 'বালিঝড়'-এর শেষ দিনের শ্য়ুটিং। শেষদিনে চোখের জলে নয়, কেক কেটে আনন্দের সঙ্গেই কাটালেন ছবির অভিনেতা ও কলাকুশলীরা।
শেষদিনটিতেও কেক কেটে হইহই করে কাটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 'বালিঝড়'-এর ঝোরা অর্থাৎ তৃণা সাহা। দেখা গেল 'বালিঝড়'-এর মহার্ঘ্য ও স্রোতকেও। এদিন ঝোরা, স্রোত ও মহার্ঘ্য তিনজনকেই একইরকম পোশাকে দেখা গেল। কেক কেটে সকলকে সেটা খাইয়ে দিলেন তৃণা নিজেই, দর্শকদের সঙ্গে সকলের আলাপও করিয়ে দিলেন। তৃণা ভিডিয়োর ক্যাপশানে লিখেছেন, ‘এই যাত্রা সত্যিই ছোট ছিল...কিন্তু এটার মূল্য অনেক ছিল..এটার অনেক প্রয়োজনও ছিল। এত অল্প সময়ের মধ্যে ‘তৃশিক’কে অনেক ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের নিরন্তর সমর্থন থাকার জন্য আপনাকে ধন্যবাদ। বালিঝড় বিদায় নিচ্ছে।’
আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ
এর আগে বালিঝড় শেষ হওয়ার খবর নিশ্চত করেছিলেন অভিনেত্রী তৃণা সাহা নিজেই। অভিনেতা কৌশিক রায় ও ইন্দ্রাশিস রায়ের সঙ্গে নিজের ছবি শেয়ার করে বিবরণীতে অভিনেত্রী লিখেছিলেন, ‘শেষ চার এপিসোড’। পরে হ্যাশট্যাগে জুড়ে দেন- ‘হ্যাপি এন্ডিং’, তা থেকেই বোঝা যায় নায়ক-নায়িকার মিল দেখিয়েই শেষ হবে এই মেগা। আর তারপরই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। অনেকেই বলেন, ‘এই তো শেষ হল, মাত্র দু’মাসেই শেষ! আগামী ১৭ এপ্রিল স্টার জলশার পর্দায় দেখা যাবে 'বালিঝড়'-এর ধারাবাহিক। ‘খড়কুটো’র শেষ হওয়ার পর আরও একবার তৃণা-কৌশিক জুটির জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তবে লাভের লাভ হয়নি। বারবার টিআরপি পরতে থাকায় ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তার জায়গায় আসছে সব্যাসাচী চৌধুরীর 'রামপ্রসাদ'।