বৃহস্পতিবার মানেই টেলিপাড়ার বুক ধুকপুকানির দিন! কারণ এইদিন সামনে আসে টেলি তারকাদের সাপ্তাহিক পারফরম্যান্সের রিপোর্ট কার্ড। এই সপ্তাহের টিআরপি-র দিকে নজর ছিল সকলের। চিরসখা-র প্রথম সপ্তাহের টিআরপি কত আসবে সেই নিয়ে মাথাব্যাথা ছিল অনেকের। আরও পড়ুন-‘মানুষের কাছে ভুলবার্তা গেছে….’, অরিজিৎ সিং আদৌ টাকা দিয়েছে ছোট্ট অস্মিকার প্রাণ বাঁচাতে? সায়ককে জানাল খুদের বাবা
অপরাজিতা-সুদীপের শো শুরু থেকে রয়েছে চর্চায়। সোশ্যাল মিডিয়ায় লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ঘিরে সমালোচনার শেষ নেই। আশা জাগালেও প্রথম শুভ বিবাহের দীর্ঘদিনের জেতা স্লট হারালো চিরসখা। হ্যাঁ, এই সপ্তাহে প্রথমবারের মতো স্লট জিতলো আদৃতের ‘মিত্তির বাড়ি’। প্রেমের মাসের প্রথম টিআরপি-তে চিরসখার খাতায় মাত্র ৫.১ নম্বর। সে জায়গায় ৫.৯ নম্বর পেয়ে স্লট দখলের পাশাপাশি সেরা ১০-এর তালিকায় সপ্তম স্থান দখল করল মিত্তির বাড়ি।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও শীর্ষস্থান দখলে রাখল জি বাংলার পরিণীতা। এই নিয়ে টানা চার সপ্তাহ এক নম্বরে উদয় প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়ের মেগা সিরিয়াল। সংগ্রহে ৮.০ নম্বর। ওদিকে এই সপ্তাহে ফুলকি-কে ল্যাং মেরে দু-নম্বরে উঠে এসেছে কথা। এভির বিয়ে নিয়ে টানটান এপিসোড হয়েছে, এর ফলেই ৭.৪ নম্বর নিয়ে দ্বিতীয় সাহেব-সুস্মিতা।
তৃতীয়স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী এবং জলসার গীতা। তিন জনের ঝুলিতেই ৭.২ নম্বর। একচুল পিছিয়ে চতুর্থ কোন গোপনে মন ভেসেছে। শ্বেতার বিয়ের উত্তেজনার মাঝেও মেগা সিরিয়ালের গল্প থেকে আকর্ষণ হারায়নি দর্শক তা প্রমাণিত। পিছিয়ে নেই রাঙামতি তিরন্দাজও।
এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে স্টার জলসার এই মেগা। সংগ্রহে রয়েছে ৭.০ নম্বর।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- পরিণীতা ৮.০
দ্বিতীয়- কথা ৭.৪
তৃতীয়- ফুলকি/গীতা/ জগদ্ধাত্রী-৭.২
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে ৭.১
পঞ্চম- রাঙামতি তিরন্দাজ ৭.০
ষষ্ঠ-উড়ান (৬.০)
সপ্তম- মিত্তির বাড়ি (৫.৯)
অষ্টম- আনন্দী (৫.৮)
নবম- অনুরাগের ছোঁয়া + রোশনাই (১৫ মিনিট) (৫.৩)
দশম- গৃহপ্রবেশ (৫.২)
মহারাজ-পূজারিণীর গল্প এই সপ্তাহে পেয়েছে ৬.০ নম্বর। মিত্তির বাড়ির পর অষ্টম স্থানে রয়েছে ‘আনন্দী’, যার প্রাপ্ত নম্বর ৫.৮। এর পরেই নবম স্থানে রয়েছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও রোশনাইয়ের ৪৫ মিনিটের স্লট। প্রাপ্ত নম্বর ৫.৩। তালিকার দশম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’, যার প্রাপ্ত নম্বর ৫.২।