গত তিন সপ্তাহ ধরে টিআরপি টপারের পজিশন থেকে ছিটকে গিয়েছিল অনুরাগের ছোঁয়া। টানা সেরার স্থান ধরে রাখা এই মেগাই চলে গিয়েছিল দুই নম্বরে। ধারণা হয়েছিল, আইপিএলের কারণেই কমেছে দর্শক। তবে সেই আইপিএলের মরশুমেই ফের প্রথম স্থান ছিনিয়ে নিল সূর্য আর দীপা। দুজনে একসঙ্গে থাকতে শুরু করতেই চরচর করে বেড়ে গেল টিআরপি। খুব জলদিই মিশকার পর্দা ফাঁস হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রূপাও জেনে যাবে ডাক্তারবাবুই তাঁর বাবা। তারপরে হয়তো নামিয়ে আনা মুশকিলই হবে অনুরাগের ছোঁয়াকে এক নম্বর থেকে।
এদিকে মিঠাই বনাম রামপ্রসাদের লড়াইও জোরদার। গত সপ্তাহেও স্লট ছিল মিঠাই-এর দখলে। তবে শুরুর দিন যতই এগিয়ে আসছে, ততই যেন ঝিমিয়ে যাচ্ছে মেগা। এই সপ্তাহে ৩.৭ নম্বর পেয়েছে দুই ধারাবাহিকই। আরও পড়ুন: ‘আমিও আমার কোল খালি করে ভগবানকে দিয়েছি!’, মেয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়
নম্বর বাড়িয়েছে বাংলা মিডিয়ামও। গত সপ্তাহেও নীল আর তিয়াসার এই মেগার প্রাপ্ত স্থান ছিল সাত নম্বর। তবে এবার উঠে এল পাঁচ নম্বরে। নিম ফুলের মধু-র কাছে স্লট হারালেও নম্বর ৫.৫ থেকে বেড়ে হল ৬.২। আপাতত ইন্দিরা পর্দা ফাঁস করবে শাশুড়ির। সঙ্গে কাছাকাছি আসবে বিক্রমের। দিনকয়েক আগেই রটে গিয়েছিল খারাপ টিআরপির কারণে নাকি বন্ধ হয়ে যাবে এই মেগা বালিঝড়ের মতোই। তবে ধারাবাহিকের ফলাফলই নিন্দুকদের সেই রটনায় জল ঢালল। আরও পড়ুন: নাকে নাক ঘষে কপালে চুমু! বর সৌম্যর সঙ্গে আদর-মাখা ভিডিয়ো দিলেন সুদীপ্তা
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৯)
তৃতীয়- গৌরী এলো (৭.৪)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.২)
পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.২)
ষষ্ঠ- রাঙা বউ (৬.১)
সপ্তম- এক্কা দোক্কা (৫.৯)
অষ্টম- পঞ্চমী (৫.৮)
নবম- মেয়েবেলা (৫.৭)
দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ/ হরগৌরী পাইস হোটেল (৫.৫)
কয়েক সপ্তাহ ধরে চর্চায় মেয়েবেলা ধারাবাহিকটিও। দর্শকদেরও অভিযোগ, শাশুড়ির এই শয়তানি নেওয়া যাচ্ছে না। যার ফল পড়েছে টিআরপিতে। কমেছে নম্বর। নেমে এসেছে নবম স্থানে। এদিকে গত সপ্তাহে বীথি মাসির চরিত্র ছেড়ে হঠাৎই বেরিয়ে যান রূপা। অভিযোগ তোলেন, তাঁর চরিত্রের এভাবে দিনদিন নেগেটিভ হয়ে যাওয়ামেনে নিতে পারছিলেন না। এদিকে নির্মাতারা তাঁর এই হঠাৎ ধারাবাহিক ছাড়াকে বলেছেন ‘তুঘলকী আচরণ’। আপাতত রূপার জায়গায় দর্শক দেখছে অনুশ্রী দাসকে। তে দর্শকদের অনেকেরই দাবি আগের মতো আর ভালো লাগছে না বীথির চরিত্রটা। এই ডামাডোলে না আরও কমে ধারাবাহিকের টিআরপি!
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)