বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: শুরুতেই হাই টিআরপি বাংলা মিডিয়ামের! পঞ্চমীর নম্বর কমল, বেঙ্গল টপার সেই জগদ্ধাত্রীই

TRP List: শুরুতেই হাই টিআরপি বাংলা মিডিয়ামের! পঞ্চমীর নম্বর কমল, বেঙ্গল টপার সেই জগদ্ধাত্রীই

টানা ৬ বার বেঙ্গল টপার জগদ্ধাত্রী।

আপাতত স্টার জলসা আর জি বাংলা ভরে গিয়েছে নতুন শুরু হওয়া ধারাবাহিকে। কোনগুলো পারল দর্শক মনে জায়গা করতে আর কোনটাই বা হল ডাহা ফেল, দেখুন-

নভেম্বর মাসে একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হয়েছে, একগুচ্ছ ধারাবাহিক এসেছে। কিছুর আবার স্লটও বদলেছে। যার ছাপ পড়েছে টিআরপিতে। এই যেমন গত সপ্তাহে টপ ২-তে ছিল সেই সপ্তাহে নতুন শুরু হওয়া পঞ্চমী। তবে সপ্তাহ গড়াতেই নেমে এল চার নম্বের। নম্বর ৮.৪ থেকে কমে হল ৭.৮। 

চলতি সপ্তাহের সেরা ৩-এ আছে পুরনো ধারাবাহিকগুলোই। এই নিয়ে টানা ৬ বার বেঙ্গল টপার হল জগদ্ধাত্রী। ২ নম্বরে খেলানা বাড়ি আর অনুরাগের ছোঁয়া। তিন নম্বরে গৌরী এলো। সেদিক থেকে দেখতে গেলে দুই আর তিনে থাকা তিনটি ধারাবাহিকের টিআরপিই অনেকটা বেড়েছে। 

চার নম্বরে পঞ্চমীর সঙ্গে রয়েছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। শুরুর সপ্তাহেই টপ ৫-এ জায়গা করে নিয়েছে এটি। পল্লবীর নিম ফুলের মধুকে পিছনে ফেলে দিয়ে স্লটও পেয়ে গিয়েছে। 

অনলাইনে জনপ্রিয় মিঠাই আর সেভাবে দর্শকমনে জায়গা করতে পারছে না। এই সপ্তাহেও সেই নয় নম্বরে। স্টার জলসার একসময়ের টানা বেঙ্গল টপ করা গাঁটছড়ার হালও তথৈবচ। রয়েছে আট নম্বরে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৯.২)

দ্বিতীয়- খেলনা বাড়ি/ অনুরাগের ছোঁয়া (৮.৩)

তৃতীয়- গৌরী এলো (৮.০)

চতুর্থ- বাংলা মিডিয়াম/  পঞ্চমী (৭.৮)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৬)

ষষ্ঠ- আলতা ফড়িং (৭.৩)

সপ্তম- আলতা ফড়িং (৭.০)

অষ্ঠম- গাঁটছড়া (৬.৬)

নবম- মিঠাই (৬.৫)

দশম- সাহেবের চিঠি/ লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)

শেষ হতে চলেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আর বলতেই হবে অপরাজিত আঢ্যর এই ধারাবাহিক কিন্তু এখনও নিজেকে ধরে রেখেছে। রয়েছে দশ নম্বরে। তবে খুব জলদি এই জায়গায় আসবে শ্রুতি-গৌরবের ‘রাঙা বউ’। মোকাবিলা হবে ‘পঞ্চমী’র সঙ্গে। 

অন্য দিকে, স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল তোমার খোলা হাওয়া নিয়ে মাতামাতি হলেও সেরকম টিআরপি পেল না। মাত্র ৪.০। পেরে উঠল না অনুরাগের ছোঁয়ার সঙ্গে। নতুনদের মধ্যে সোহাগ জলের নম্বরও বেশ খারাপ, মাত্র ৫.১। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.